Nitrogen Cycle

fishkeeping simplified

Nitrogen Cycle

লেখার শুরুতেই বলে রাখি, তথাকথিত pro hobbyst দের জন্য এ লেখা নয়। এটা তাদের জন্য যারা সদ্য আগত। যাদের ইচ্ছে মাছ রাখার, আর সেই ইচ্ছে পূরণ এর জন্যই যারা নীল লাল মাছের দোকানে গিয়ে ভিড় জমায়।

লেখা লিখির অভ্যেস কোনো কালেই তেমন নেই, হঠাৎ করেই পবিত্র দার কথায় উৎসাহ পেয়ে লিখতে বসেই বিষয় নির্বাচন টা বড় সমস্যার হল। তাই শুরু থেকেই শুরুর সিদ্ধান্ত নিলাম ।

ঘটনা এক: আমার বাড়ির কাছাকাছি একটা অ্যাকোয়ারিয়াম শপে যেতাম নতুন নতুন মাছের সন্ধানে,তো সেদিন ও গেছি গিয়ে অপেক্ষা করছি দোকানির জন্য, হঠাৎ করে দেখি একটা মাঝ বয়েসী মেয়ে খুব উৎসাহ নিয়ে এসেছে রঙিন মাছ কিনতে, দোকানি ব্যস্ত থাকায় মেয়েটি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খেলে চলেছে মাছেদের সাথে কাঁচের দেওয়াল এর এপার থেকে। দোকানি ফাঁকা হওয়াতে মেয়েটিকে জিজ্ঞেস করলো কি মাছ নেবে?? মেয়েটির সাথে সাথে উত্তর কমলা রঙের ওই লেজ ঝোলা ঝোলা মাছ এর সাথে এই কালো রং এর মাছ সব মিলিয়ে মিশিয়ে ৪ ৫ টা দিয়ে দিন, সাথে একটা মাঝারি মাপের কাঁচের বোল, আর মাছের খাবার, টাকা মিটিয়ে সানন্দের সাথে দোকান ছাড়লো মেয়েটি। মেয়েটি তখন ও জানে না মাছ গুলো কি পরিমাণ কষ্টে থাকবে। আমার মনের মধ্যে একটা আশঙ্কা থেকেই গেল।

বেশ কিছুদিন হলো আমার খাওয়ার টা শেষ। অগত্যা আবার ও ওই দোকানের পথে, পৌঁছালামও। হঠাৎই দেখি সেই দিন এর মেয়েটি, তার কথা মতো কমলা কমলা বড়ো বড়ো লেজ ঝোলা মাছ গুলো চাইছে, প্রায় কিছুটা বাধ্য হয়েই জিজ্ঞেস করলাম তোমার আগের গোল্ডফিশ গুলো কি হলো?? উত্তর এলো একটা মাছ ও বেঁচে নেই। প্রায় এক সপ্তার মধ্যেই সব গুলো মারা গেছে। তাই শূন্যস্থান পূরণ এর জন্য নতুন মাছ কেনা। দোকানিও তার মতো করে পুনরায় মাছ গুলো দিয়ে দিলো।

বুঝলাম ভুল টা গোড়াতেই, আমরা মাছ রাখতে পছন্দ করি ঠিকই, কিন্তু একটু ধৈর্য রেখে প্রপার স্টেপস গুলো মেনে চলি না। তাই বেসিক কিছু স্টেপস ফলো করা জরুরী।সব থেকে ইম্পর্টেন্ট নতুন অ্যাকোয়ারিয়াম মানে একদম নতুন ট্যাংক, নতুন ফিল্টার, এরম ক্ষেত্রে জল সাইকেল করাটা জরুরী।

ট্যাংক সাইকেল করার উদ্দেশ্যে হলো :

▪️উপকারী ব্যাক্টেরিয়া কলোনি তৈরি করা। সেটা ফিল্টার এ হতে পারে, সাবস্ট্রেট এ হতে পারে বা অ্যাকোয়ারিয়াম এর দেয়ালেও হতে পারে।

▪️মাছ এবং জলজ প্রাণী দের মল বা ওয়েস্ট ফুড জলের মধ্যে বিয়োজিত হয়ে ammonia উৎপন্ন করে। এই ammonia খুব ক্ষতিকারক ও বিষাক্ত, যা মাছেদের মৃত্যুর কারণ হয়।

▪️আমাদের এই উপকারী ব্যাক্টেরিয়া আর একটা হলো নাইট্রোসমনাস। যেটা ammonia কে একটু কম বিপদজনক নাইট্রাইট এ পরিণত করে, তারপর আসে আর এক ব্যাক্টেরিয়া যেটা হলো নাইট্রোব্যাক্টর, যারা এই নাইট্রাইট কে ভেঙে নাইট্রেট বানায়, যা শ্যাওলা এবং উদ্ভিদরা খাবার হিসেবে ব্যবহার করে।

▪️তাই এই সাইকেল টা ঠিক ঠাক এস্টেবলিস না হলেই ট্যাংক এ ammonia পয়েজন হতেই পারে আর সে কারণে মাছ মরতে পারে। সেটা সমস্ত নতুন ট্যাংক এর একটা বেসিক নীডস।

▪️মোটামুটি একটা নতুন ট্যাংক ( ধরে নিচ্ছি সব কিছুই নতুন জল, ফিল্টার, সাবস্ট্রেট।) কম বেশি একমাস লাগে,ট্যাংক সাইকেল করতে। তবে বাজার চলতি এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করে জাম্পস্টার্ট করাই যায়, তবুও মিনিমাম ৩ সপ্তাহ হলে খুব ভালো হয়।

এখন কেউ বলতেই পারে, কেন মাছের দোকানদার এত কিছু বলে না?? উত্তর টা সহজ, তুমি যদি পরে আর মাছ না আনতে আসো। তাই নেক্সট টাইম অ্যাকোয়ারিয়াম সেট করার আগে সবার প্রথম সাইকেল করতে ভুলোনা

Comments: 2

  1. Sumit Mukherjee says:

    This is absolutely true 🙏🙏

  2. Sanjay Datta says:

    একদম ঠিক, মাছেরা মরে গেলে খুব কষ্ট হয়, তার চেয়ে একটু জেনেই মাছ পোষা ভালো, ওদের না জেনে মেরে ফেলার চেয়ে।

Comments are closed.

We are accepting the entries for IBAC

X