Poecilia latipinna (Black Molly)

fishkeeping simplified

Poecilia latipinna (Black Molly)

আজ যে মাছটা নিয়ে স্পিসিজ হাইলাইটস লিখতে যাচ্ছি তাকে পোষেননি এরম হবিস্ট বোধহয় নেইই; আমাদের অনেকেরই এই হবিতে হাত পাকানো তাকে দিয়েই শুরু; তিনি হলেন ব্ল্যাক মলি৷ তাই এই লেখাটাকে হাইলাইটসের বদলে আলোচনা বলাই হয়তো বেশী ঠিক হবে৷ মেলানিজমের ফলে পাওয়া কালো গাত্রবর্ণের এই মিষ্টিজলের অতিপরিচিত মাছটি প্রধানতঃ ক্যাপটিভ ব্রিডিঙ এরই ফসল, তাই প্রকৃতিতে এর দেখা মেলা সম্ভব নয়৷ তাও যদি এর অরিজিন খুঁজতে যাওয়া হয় তাহলে এর জাতভাইদের দেখা মেলে মধ্য ও দক্ষিণ আমেরিকায়৷ আর এখন তো হাইব্রিডাইজেশন এর সময়৷ তাই ক্যাপটিভ ব্রিডিং এ হবিস্টদের চাহিদার সাথে তাল মিলিয়ে উঠে আসছে বিভিন্ন রকমের ব্ল্যাক মলি যেমন কাস্তে আকৃতির লেজওয়ালা ব্ল্যাক লায়ারটেল মলি, সেইলফিন ব্ল্যাক মলি ইত্যাদি৷
মোটামুটি ইঞ্চি তিনেকের এই মাছটির চাহিদা খুব একটা বেশী কিছু না৷ ওই ৭০-৮০॰ ফারেনহাইট উষ্ণতা ,সামান্য ক্ষারীয় জল যার পি এইচ মোটামুটি ৭.৫-৮, আর একটু সাঁতার কেটে ঘুরে বেড়ানোর জন্য বড়ো জায়গা,ব্যস৷ এরা এই জলের অবস্থার একটু এদিক ওদিকে মানিয়ে নিতে পারে ঠিকই,কিন্তু যেটা পারে না সেটা হলো জলের প্যারামিটারের হঠাৎ পরিবর্তন৷ ফলে এদের রাখার সর্বোত্তম ট্যাঙ্ক হলো স্টেবল এবং প্ল্যান্টেড ট্যাঙ্ক৷ আর জলের সাথে মানিয়ে নেওয়ার কথা যদি বলতেই হয় তাহলে মলির জুড়ি মেলা ভার কারণ অনেক সময় মেরিন ট্যাঙ্কের সাইকেলের জন্যও মলি রাখা হয়! ঠিকই পড়েছেন, মেরিন ট্যাঙ্কের লবণাক্ত জলেও এরা মানিয়ে নিতে পারে,যদিও এটা এদের স্বাভাবিক পরিবেশ নয়৷ আর হ্যাঁ, গাছপালা ভর্তি ট্যাঙ্কে এরা বেশ স্বচ্ছন্দ বোধ করে৷ তার একটা কারণ যদি এদের স্বভাব ভীরুতা হয় তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই এদের ছানাপোনাদের জীবনযুদ্ধে টিকে থাকার রাস্তা৷ মানে এনারা বাচ্চা দিতেও যতোটা সিদ্ধহস্ত, তাদের গলাঃধকরণেও ঠিক ততোটাই সিদ্ধহস্ত৷ ফলে ফ্লোটিং প্ল্যান্টসদের শিকড়, গাছপালার আড়াল এদের নতুন প্রজন্মকে জীবনযুদ্ধে টিকিয়ে রাখতে সাহায্য করে৷
আর একোয়ারিয়াম হবিতে এদের থেকে সহজ ব্রিডার মনে হয় আর নেই৷ শুধু মেল ফিমেল অনুপাতটা মোটামুটি ১:৩ রাখলে আর মনমতো পরিবেশ পেলে এরা সহজেই ব্রিড করে৷ মলিদের বাচ্ছা দিতে দেখা আমাদের অনেকেরই প্রথম ট্যাঙ্ক ব্রিডিঙের রোমাঞ্চকে মনে করায়৷ এরা লাইভ বেয়ারার,মানে ডিম পাড়ার বদলে সরাসরি ছানাপোনা দেয় আর কি৷ এদের ব্রিডিঙের ক্ষেত্রে আরো একটা জিনিস লক্ষ্য করা যায়৷ ফিমেল মলিরা অনেক সময় মেল মলির শুক্রাণু নিজের জননাঙ্গে সঞ্চয় করে রাখতে পারে যাতে কোনো বিরূপ পরিস্থিতিতে মেল মলির সহযোগিতা ছাড়াই সে বাচ্ছা দিতে পারে৷
আর নিজেদের বাচ্চার সাথে সাথে এরা অন্য সবরকম খাবারেই অভ্যস্ত,যদিও শ্যাওলার দিকে এদের ঝোঁকটা একটু বেশীই৷ ফলে প্যালেট থেকে সবজি সেদ্ধ সবই চলতে পারে৷ আর হ্যাঁ, এরা প্রধানত জলের উপরিভাগে থাকতে ভালোবাসে বলে ভালো কিন্তু জলের উপরিতলে কম স্রোতযুক্ত ফিল্টার এদের জন্য একদম উপযুক্ত৷ আর সঙ্গীসাথী?এরা প্রধানতঃ শান্ত প্রকৃতির মাছ,তাই এদের সাথে ছোট বার্ব, ডোয়ার্ফ গোরামী, হারলেকুইন রসবোরা, জেব্রা ডানিও,প্লাটি, টেট্রা, জেব্রা লোচ এরা বেশ ভালো সঙ্গী৷ এই তো গেল ব্ল্যাক মলিদের নিয়ে কিছু গোড়ার কথা৷ কিন্তু আসল তো এদের রাখার অভিজ্ঞতা যেটা এই গ্রুপে বেশীরভাগ হবিস্টেরই আছে৷ তাই আর দেরী কেন, কমেন্ট বাক্সে জলদি লিখে ফেলুন সেই অভিজ্ঞতা৷ কে জানে,হয়তো ওই কমেন্ট বক্সই হয়ে উঠবে এ সপ্তাহের স্পিসিজ হাইলাইটস!

We are accepting the entries for IBAC

X