Pseudotropheus demasoni
১৯৯৩ সালের অক্টোবর-নভেম্বর মাস৷ লেক মালাউই-র তাঞ্জানিয়ান উপকূলে পাথরবাসী সিকলিডদের ওপর আয়োজিত হচ্ছিল এক সার্ভে যার অন্যতম সদস্য ছিলেন এড কোনিংস৷ সার্ভেকারীদের ট্রলার রুহুহু নদীর ডেল্টা ছাড়িয়ে প্রায় ১৫ কি.মি মতো দক্ষিণে এসছে পোম্বো রকের কাছে৷ পোম্বো রক হলো একটা অগভীর রীফ অঞ্চল যেটা বিভিন্ন এন্ডেমিক সিকলিডদের স্বর্গরাজ্য বলা চলে৷ স্বাভাবিক ভাবেই পোম্বো রকের কাছে আসতেই সার্ভেয়ারদের নজর হয়ে উঠল বেশী সতর্ক৷ বিভিন্ন প্রজাতির সিকলিডের সাথে তারা প্রথমবার লক্ষ্য করলেন এক উজ্জ্বল নীল রঙের সিকলিডকে যার গায়ে কালো ডোরাকাটা দাগ! তবে তারা সংখ্যায় যে বিশাল পরিমাণে আছে তা নয়৷ তাই এড কোনিংস তাঁর এই সার্ভের অভিজ্ঞতা বর্ণনা করার সময় এই মাছটির সম্পর্কে লিখেছিলেন “It is, however, not abundant, and therefore collection of this very desirable (aquaristically speaking) cichlid should be restricted to those specimens deemed necessary for its propagation in captivity.”৷ এখনও কিন্তু এই মাছ ICUN এর লিস্টে ‘Vulnarable’ ক্যাটেগোরির অন্তর্গত৷ আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু এই উজ্জ্বল নীলবর্ণ মবুনাটি যার নাম এড কোনিংস তাঁর ওই সার্ভের পিছনে উৎসাহ দেওয়া মানুষটি, মিস্টার লইফ ডেমাসন এর নামে রেখেছিলেন ডেমাসনি সিকলিড৷
বর্তমানে মবুনাকিপারদের কাছে অন্যতম জনপ্রিয় এই মাছটি লম্বায় প্রায় ৩ ইঞ্চি মতো বাড়তে পারে৷ এদের দেখতে অত্যন্ত আকর্ষণীয়৷ গায়ে মখমলের মতো ঘন নীল রঙ এবং তার মধ্যে কালো এবং নির্দিষ্ট দূরত্ব অন্তর হালকা নীল এবং সাদার দাগ থাকে৷ পুরুষ ডেমাসনির এনাল ফিনে একটা স্পট থাকে যেটা ফিমেলদের থাকে না৷ আর ফিমেল ডেমাসনি তুলনায় কম উজ্জ্বল এবং আয়তনে কম বড়ো হয়৷
এবার একটু নজর রাখা যাক ট্যাঙ্কে এদের থাকার পরিবেশ এবং সঙ্গীসাথীর দিকে৷ বাকি মবুনাদের থেকে এদের চাহিদা খুব আলাদা কিছু নয়৷ জলের উষ্ণতা মোটামুটি ২৩-২৭॰ সেলসিয়াস আর পি.এইচের মান একটু ওপরের দিকে,ওই ৭-৮ মতো হলেই এরা খুশি৷ সাথে চাই লুকোনোর মতো অফুরন্ত পাথরের ফাঁক৷ তাই এদের ট্যাঙ্ক সেটাপের সময় যেটা মাথায় রাখা জরুরী সেটা হলো অনেক পাথর বিভিন্নভাবে সাজিয়ে এদের যথেচ্ছ হাইডিং স্পেস দেওয়া৷ আর সাবস্ট্রেট হিসাবে একটু মিহি বালি,কারণ এরা বালি তোলায় সিদ্ধহস্ত৷ পছন্দমতো পরিবেশ পেলে এরা নিজেরাই ক্রমাগত বিভিন্ন রকম বালির স্ট্রাকচার তৈরী করবে যেটা এদের ট্যাঙ্ককে আরো আকর্ষণীয় করে তোলে৷ আর হ্যাঁ,ভালো ফিল্ট্রেশন কিন্তু খুব জরুরী কারণ নাহলে ওই অতো পাথরের খাঁজে,তলায় ময়লা জমে জলের প্যারামিটার বিগড়ে দিতে পারে৷ এদের রাখার জন্য একটু বড়ো ট্যাঙ্ক রাখা প্রয়োজন কারণ বাকি মবুনাদের মতোই এরা ফ্রি সুইমার এবং দলে থাকা পছন্দ করে৷ তাই মোটামুটি ৭-৮ টার একটা ডেমাসনি কলোনি রাখতে গেলে কমপক্ষে তিন ফুট থেকে চারফুটের ট্যাঙ্ক দরকার৷
এদের সঙ্গী হিসাবে ওই আকারের সেমি এগ্রেসিভ মবুনা যেমন জোহানিদের রাখা গেলেও বড়ো হ্যাপ বা পিককদের সাথে এদের না রাখাই বাঞ্ছনীয়৷ এদের স্পিসিজ অনলিতে মেল:ফিমেল ১:৩ অনুপাতে নিজস্ব কলোনি তৈরী করে রাখাই এদের ভালো রাখা এবং বিহেভিয়ার দেখার জন্য আদর্শ৷
ডেমাসনিরা প্রধানত নিরামিশাষী এবং খাবার-দাবার নিয়ে নাক-উঁচু নয় খুব একটা৷ তাই এদের খাওয়াদাওয়া নিয়ে বেশী ঝামেলা এবং চিন্তা কোনোটাই তেমন নেই৷ অতি সহজেই এরা প্যালেট খাবারে অভ্যস্ত হয়ে পড়ে৷ ম্যাচিওর ট্যাঙ্কে পাথরের গায়ে জমা শ্যাওলাও এরা খায়৷ তবে মাঝেমধ্যে প্রোটিন জাতীয় খাবার দেওয়াই যায়৷
ব্রিডার হিসাবে এরা মাউথব্রিডারের পর্যায়ে পরে যারা মুখের মধ্যেই তাদের ফার্টিলাইসড ডিমকে ধরে রাখে,বাচ্ছা ফোটায় এবং নিরাপদ মনে করলে তাদের মুখ থেকে বের করে৷ তবে এরা বাচ্ছা গলাধঃকরণ করতেও সিদ্ধহস্ত৷ ব্রিডিং করার সময় মেল ডেমাসনি যথেষ্ট এগ্রেসিভ হয়ে পড়ে ফলে এদের ব্রিডিং বিহেভিহার নিরাপদে অবসার্ভ করার জন্য কিন্তু বেশ বড়ো ট্যাঙ্কের প্রয়োজন যেখানে কমপক্ষে এক ডজনের একটা কলোনিকে রাখা যাবে ১:৩ মেল ফিমেল অনুপাতে৷
এই হলো মোটামুটি অন্যতম জনপ্রিয় মবুনা সিকলিডটিকে আপনার ট্যাঙ্কে রাখার প্রাথমিক পাঠ৷ এদের রাখা বিশেষ শক্ত কিছু নয়৷ তবে সবসময় এটা মাথায় রাখতে হবে যে এরা কিন্তু প্রকৃতিতে বেশ কম পরিমাণে আছে এখন৷ তাই যদি আপনি এদের রাখতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন এদের প্রকৃত পরিবেশ দিয়ে ভালোভাবে রাখার৷ যথার্থ পরিবেশ দিয়ে রাখলে কিন্তু এরা আপনার ট্যাঙ্ক আর মন দুটোকেই তরতাজা করে দেবে এদের ঔজ্জ্বল্য এবং প্রাণোচ্ছলতা দিয়ে৷