Pros & Cons of Sponge Filter
স্পঞ্জ ফিল্টার
আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আন্ডার গ্রাভেল ফিল্টার নিয়ে।
এই এপিসোডে আমরা কথা বলব স্পঞ্জ ফিল্টার নিয়ে। আন্ডার গ্রাভেল বা কর্নার ফিল্টারের উন্নততর রূপ স্পঞ্জ ফিল্টার। মার্কেটে স্পঞ্জ ফিল্টার আসার পর থেকে একোরিয়ামের ফিল্টারেশন অনেক বদলে গেছে। তুলনামূলক কম দাম ,কার্যকরী এবং টেকশই। ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি তৈরির জন্য স্পঞ্জ ফিল্টার আদর্শ। বিশেষ করে বেয়ার বটম ট্যাংকে স্পঞ্জ ফিল্টার খুব ভালো কাজ করে। তুলনামূলক ছোট ট্যাঙ্কের জল স্বচ্ছ রাখতে স্পঞ্জ ফিল্টারের জুড়ি মেলা ভার। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি দেড় ফুট বা দু ফুট ট্যাঙ্কে ছোট মাছ মলি গাপ্পি টেট্রা গোরামী কিম্বা এঞ্জেলের জন্য একটা স্পঞ্জ ফিল্টার খুব ভালো কাজ করে। ২ ফুটের চেয়ে বড় ট্যাঙ্কের জন্য বলব একটা বড় স্পঞ্জ ফিল্টার এবং তার সাথে টপ ফিল্টার লাগিয়ে ট্যাঙ্কের ফিল্টারেশন সিস্টেম করা যেতে পারে,যেখানে স্পঞ্জ ফিল্টার বেনিফিশিয়াল ব্যাক্টিরিয়ার কলোনি তৈরির কাজ করে। তবে স্পঞ্জ ফিল্টারের কার্যকারীতার সাথে কিছু সীমাবদ্ধতাও আছে । এখন দেখে নেওয়া যাক এর সুবিধে অসুবিধে কি কি !
সুবিধে
১) এটা সহজে পরিস্কার করা যায় । ট্যাঙ্কের জল একটা বালতিতে নিয়ে খুব ভাল করে চুবিয়ে কয়েকবার ধুয়ে নিলে বেনিফিশিয়াল ব্যাক্টিরিয়ার কলোনি নষ্ট হয়না। খেয়াল রাখতে হবে ফ্রেশ জলে ধুলে কিন্তু ব্যাক্টিরিয়া মরে যায়। ২) ট্যাঙ্কের মধ্যে সুবিধা মতন যে কোন যায়গায় বসানো যায় । খুবই ফ্লেক্সিবেল। ৩) এই ফিল্টারে ব্যাক্টেরিয়া খুব ভালো জন্মায় । যা ট্যাঙ্কের ব্যালেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ন।৪) হস্পিটাল ট্যাঙ্ক বা বেয়ার বটম ট্যাঙ্কের জন্য আদর্শ ।৫) এই ফিল্টারের জন্য বাড়তি কোন মেন্টেনেন্স খরচ নেই । একবার কিনে ফেললে এ জিনিস নষ্ট হবার সম্ভাবনা নেই বললেই চলে। ৬) জলের ছোট ছোট পার্টিকেলস্ এরা শোষণ করে নিয়ে জল স্বচ্ছ রাখতে সাহায্য করে।
অসুবিধে
১) স্পঞ্জ ফিল্টারের সবচেয়ে বড় অসুবিধে ট্যাঙ্কের মধ্যে অনেকটা জায়গা দখল করে নেয়। দেখতেও ভালো লাগে না। তাই ছোট ট্যাঙ্কে ব্যবহার করলে জায়গা অনেকটা নষ্ট হয়। ২) এই ফিল্টারের ফিল্টার মিডিয়া অর্থাৎ বায়ো স্পঞ্জটা ট্যাঙ্কের জলের সাথে সরাসরি যুক্ত, তাই এই ফিল্টার ব্যবহার করা হলে কোন কারনে ট্যাঙ্কের খাবার কম দিলে মাছেরা স্পঞ্জ এর গায়ে ঠোকরাতে থাকে এর ফলে স্পঞ্জ এর গায়ে জন্মানো উপকারি ব্যাক্টেরিয়া গুলি ক্ষতি গ্রস্থ হতে পারে এমনকি এমনও দেখা গেছে সিক্লিড গ্রুপের মাছ স্পঞ্জ খেয়েও নিতে পারে। ৩) মনস্টার গ্রুপের মাছের জন্য স্পঞ্জ ফিল্টার ব্যবহার না করাই ভালো। খিদে পেলে এরা স্পঞ্জও আস্ত রাখে না।
স্পঞ্জ ফিল্টার নিয়ে পাইরেটসদের অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ রইল। আমার মতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে আজকের দিনেও স্পঞ্জ ফিল্টারের জুড়ি মেলা ভার।