Help the Native fishes to breed
অনেকদিন বাদে রবিবারের আড্ডার আসর শুরু করার সুযোগ পেয়েছি। এখানে ওখানে টুকটাক লিখলেও রবিবারের লেখা থেকে অনেকদিন দূরে ছিলাম। আজকে সুযোগ যখন পেয়েছি তখন সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই। একটু বিশদভাবে বলি…..
দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে, জানলার বাইরে চোখ রেখে দেখুন অঝোর ধারায় স্নান করে প্রকৃতি কেমন সবুজ রঙে সেজে উঠেছে। আর আমার বাড়ির মতো কারোর জানলার বাইরে যদি জলাজমি কি পুকুর থাকে, তবে তিনি নিশ্চয়ই রাতে ব্যাঙের কলতান কি একটানা ঝিল্লিরব শুনতে পাচ্ছেন। সবাই এই ভেজা বাতাস সোঁদা গন্ধের মোহময় পরিবেশে সঙ্গী কি সঙ্গিনীর সান্নিধ্যে আসতে চাইছে, প্রজনন ঋতু যে এসে গেছে।
জলের নিচ থেকে টের পেয়েছে ওরাও, আমাদের দেশি মাছেরা। এই বর্ষাকাল যে তাদের অনেকেরই প্রধাণ প্রজনন ঋতু। দক্ষিণবঙ্গের ভূ-প্রকৃতি এমনই, বর্ষা শুরু হলেই মরশুমি জলাগুলোতে, চাষের মাঠে জল জমতে থাকে আর আসপাশের ডুবে যাওয়া পুকুরগুলো থেকে মাছেরা উঠে আসে সেখানে। জলাগুলো হয়ে ওঠে দেশি মাছেদের ব্রিডিং গ্রাউন্ড। কিন্তু ইতিমধ্যেই আমরা বাড়ি ঘরদোর রাস্তা নালা বানিয়ে পুকুরগুলোর পাড় বাঁধিয়ে এই প্রাকৃতিক ঘটনার পথে যথেষ্ট বাধা সৃষ্টি করেছি। বুজিয়ে ফেলেছি একের পর এক পুকুর। সাথে চাষের মাঠে অতিরিক্ত পেস্টিসাইড আর সারের ব্যবহার মাছেদের বেঁচে থাকাকে একরকম দুঃসহ করে তুলেছে। একসময় যা অতি সাধারণ মাছ ছিল, সেই পুঁটি, মৌরলা, খলসে, কই, মাগুর, সিঙ্গির দেখা মেলাই আজ মুশকিল। তবুও তারা টিঁকে আছে। কষ্ট করে হলেও আজও কিছু কিছু জায়গায় লড়াই চালাচ্ছে তারা।
আমরা যারা দেশি মাৎস্যপ্রেমী, মানে শুধু রসনা তৃপ্তিতেই নয়, অ্যাকোয়ারিয়ামে দেশি মাছের বিহেভিয়ার দেখে সময় কাটাতে ভালোবাসি। তারা কি পারিনা আমাদের দেশি মাছেদের পাশে থাকতে? কি ভাবে পাশে থাকতে পারি? আমরা তো বিভিন্ন সময় আসেপাশের খাল বিল পুকুর থেকে মাছ সংগ্রহ করে অ্যাকোয়ারিয়াম ভরি, তারা যদি অন্তত এই প্রজনন ঋতুটা মাছেদের না ঘাঁটাই তবে তাদের টিঁকে থাকার লড়াই অনেকটা সমর্থন পায়।
হ্যাঁ, যাদের মাছ ধরে জীবিকা অর্জন করতে হয়, তাদের কথা বাদই দিচ্ছি, তাদের তো পেট চালানোর দায় আছে। আমি বলছি শুধুমাত্র আমাদের শখের মাছপুষিয়েদের কথা। তাই সবার কাছে পাইরেটস’ ডেনের পক্ষ থেকে অনুরোধ করবো অন্তত এই বর্ষাকালটা দেশি মাছেদের আর তাদের হ্যাবিট্যাটগুলোকে যতটা সম্ভব নির্ঝঞ্ঝাটে থাকতে দিন, অ্যাকোয়ারিয়ামে যাদের দৌড়ঝাঁপ দস্যিপনা দেখতে ভালোবাসেন তাদের প্রকৃতিক পরিবেশে সফল প্রজনন মরশুমের সুযোগ করে দিন।
আপনাদের সবার মতামত জানতে চাই, আপনাদের যদি দেশি মাছেদের প্রজনন সংক্রান্ত কোনো অভিজ্ঞতা থাকে তবে ভাগ করে নিন আমাদের সবার সাথে..…