Jurassic fish – Part 1 – Fish, Definition and Evolution
মাছ আমাদের রন্ধ্রে রন্ধ্রে । সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা, খাবার প্লেট সবকিছুইতেই মেছো গন্ধ লেগে থাকে। আচ্ছা চিন্তা করুন তো এই মাছেরা কোথা থেকে এল, কিভাবে বিবর্তিত হতে হতে আমাদের অ্যাকোয়ারিয়ামে ঢুকে পড়লো এগুলি কি জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা করে না, মানুষ যখন বাঁদর ছিল, মাছ তখন কি ছিল?
jurassic_fish, পাঁচ পর্বের এই সিরিজের আজ প্রথম পর্ব।
মাছঃ সংজ্ঞা ও বিবর্তন
লেখক : ঐশিক রায়
আজকের বিষয় মাছ। মাছ শব্দ টা আমরা সবাই সর্বদা ব্যবহার করে থাকি, এবং পাইরেটস সহ সব মেছো hobbyist দের কাছে ‘মাছ’ শব্দ টা খুব ই প্রিয়। মাছ কাকে বলে? প্রশ্ন টা খুব সহজ মনে হলেও উত্তর টা ঘোলাটে। আপনারা ভাবছেন, ‘তিমি মাছ আর চিংড়ি মাছ এর ভ্রান্তি ছোটবেলায়ে কাটিয়ে এসেছি, এ ছোকরা নতুন কি বলবে?’
‘মাছ’ বা তার english ‘fish’ একটা informal term. তার মানে টা হচ্ছে যে এর কোন বাঁধাধরা মানে নেই। Lamprey বা Hagfish কে যেমন মাছ বলে, আবার Lungfish বা Coelacanth দের ও মাছ বলে। অথচ এদের মধ্যে মিল এর চেয়ে অমিল বেশি। ‘মাছ’ এবং ‘Fish’ বলতে বোঝায় Agnatha, Placodermi, Chondrichthyes, এবং Osteichthyes বিভাগ গুলি কে। এদের মধ্যে Agnatha র কোন চোয়াল নেই, Chondrichthyes দের হাড় নেই, আবার Osteichthyes দের কে মাছ বললেও, ডাঙায়ে উঠে আসা Osteichthyes অর্থাৎ Tetrapods দের কে মাছ বলে না। সুতরাং মাছ শব্দের কোন একটি মানে নেই। ভিন্ন পরিস্থিতি তে ভিন্ন মানে। এখন বিজ্ঞান এর দৌলতে আমরা মাছ কে অনেক ভাগে বিভক্ত করেছি, কিন্তু এত বিভাগ থাকা সত্ত্বেও, এদের সবার পূর্বপুরুষ এক ছিল। মেরূদণ্ডী প্রাণীর বিবর্তন এর গল্পের সিংহভাগ চরিত্র মাছ।
মাছ এল কোথা থেকে? প্রথম মাছ বা মাছ এর খুব নিকট আত্মীয় দের জীবাশ্ম দেখা যায় আজ থেকে ৫৩ কোটি বছর আগের পাথরে, অর্থাৎ কেম্ব্রিয়ান(Cambrian) পিরিয়ড এ। Haikouichthys এবং Pikaia নামের প্রাণীদের ই প্রথম মাছ বলে গণ্য করা হয়ে। এদের আকৃতি ছিল অনেকটা Tunicates এর Larvae দের মতন। Tunicates অথবা Sea Squirt এক ধরনের অমেরুদন্ডী প্রাণী যারা প্রাপ্তবয়স্ক অবস্থাতে sessile বা স্থির হলেও, larval stage এ free swimming। ৫০ কোটি বছর আগে অরডভিসিয়ান(Ordovician) পিরিওড এ মাছ বিভিন্ন রকম এর আকার নিতে শুরু করে। প্রথমে দেখা দেয় Agnatha বা চোয়ালহীন মাছেরা, যারা ছিল প্রধানত ফিল্টার ফিডার যদিও এদের বংশধর রা অধিকাংশ ই পরজীবী। এর পর এ বিভাগ টির জীবাশ্ম দেখা জায়ে সেটি হল Placodermi বা পাতচামড়া মাছ। এদের শরীর আংশিক বা সম্পূর্ণ ভাবে বর্ম দ্বারা ঢাকা। এদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হল, এরা ইতিহাস প্রথম চোয়ালধারি মাছ। ৪৩ কোটি বছর থেকে ৩৫ কোটি বছর অবধি সাইলুরিয়ান(Silurian) এবং ডিভনিয়ান(Devonian) পিরিয়ড এ এদের রাজত্ব চলে।
৪১ কোটি বছর আগের ডিভনিয়ান(Devonian) পিরিয়ড এ মাছেরা সবরকম খাদ্য ও খাদক স্তর এর প্রধান জীব হয়ে ওঠে। ডিভনিয়ান(Devonian) কে age of fish বা মাছের যুগ ও বলা হয়ে থাকে। এই সময় প্রথম Osteichthyes এবং Chondrichthyes দের বিবর্তন হয়, এবং তার সাথে সাথে Placodermi র বিলুপ্তি। কোটি কোটি বছর এর বিবর্তন ও বিলুপ্তির হাত ধরে আমাদের প্রিয় প্রাণী রা আজ আমাদের চোখের সামনে ঘোরাফেরা করছে, হয়েত বা নতুন ড্রাই ফুড খাবে না বলে বায়না করছে। এই অবাক করা এক মহাকাব্যের কিছু বিশিষ্ট চরিত্র দের গল্প বলার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।