Moenkhausia sanctaefilomenae (red eye tetra)

fishkeeping simplified

Moenkhausia sanctaefilomenae (red eye tetra)

রেড আই টেট্রা

বাঙলা ভাষায় “রক্তচক্ষু” বলতে ভয়-ভীতি-রাগ বোঝানো হলেও মেছো ভাষায় কিন্তু রক্তচক্ষু নিয়ে যে ছোট্ট মাছটি ঘুরে বেড়ায় সে বেশ মিষ্টি এবং মাছপুষিয়েদের কাছে বেশ জনপ্রিয় একটি টেট্রা, রেড আই টেট্রা৷ এই ছোটখাটো ছটফটে মাছটির এহেন নামকরণের কারণ হলো এর অক্ষিগোলকের ওপরের অংশটি লাল রঙের৷ তাই প্রথম দর্শনে ‘চোখে চোখে’ই কথা বলতে ইনি বেশ স্বচ্ছন্দ৷ এছাড়াও এর পুচ্ছপাখনার গোড়ার দিকে একটা ঘন কালো ছোপ এর চকচকে ইঞ্চি তিনেক চেহারার সৌন্দর্য্য আরো বাড়িয়ে তোলে৷অন্যান্য অনেক টেট্রাদের মতো এদেরও প্রকৃতিতে প্রধানত ঝাঁকে ঝাঁকে পাওয়া যায় উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিল সহ মধ্য আমেরিকার নদীগুলিতে৷ কিন্তু প্রকৃতির মাছকে কাঁচের বাক্সে রাখাই তো আমাদের মতো মেছোদের শখ! তাই তার জন্য ট্যাঙ্কে দরকার যথার্থ পরিবেশ৷ মোটামুটি জলের পি,এইচ ৬ থেকে ৭.৫, আর উষ্ণতা ২৪ থেকে ২৮ ডিগ্রী সেলসিয়াস এদের জন্য খুব ভালো৷ এছাড়াও ট্যাঙ্কের মধ্যে একটু গাছপালা, অল্প কাঠকুটো,মানে যেসব জায়গায় ওরা প্রয়োজনে টুক করে লুকিয়ে পড়তে পারে সেরম দিয়ে রাখলে ওদের আর পায় কে! আর এরা যেহেতু প্রকৃতিতে ঝাঁকে থাকতে অভ্যস্ত তাই ট্যাঙ্কেও এদের কমপক্ষে ৬-৮ টার ঝাঁকে রাখা দরকার৷ তবেই এরা নিজেদের বেশ সুরক্ষিত মনে করে এবং আসল খেলা দেখায়! আর সংখ্যায় হাফ ডজনের বেশী রাখতে গেলে এদের একসাথে ছুটোছুটিরও জায়গা দিতে হবে৷ তাই কমপক্ষে ১০০-১২০ লিটারের (৩০ গ্যালনের মতো) জলের ট্যাঙ্ক এদের জন্য বেশ আরামদায়ক৷ আর তার সাথে মানানসই ফিল্ট্রেশন সিস্টেম তো লাগবেই!রেড আই টেট্রাদের ট্যাঙ্কে রাখার অন্যতম সুবিধা হলো এদের সর্বভুক খাদ্যাভ্যাস৷ লাইভ ফুড থেকে ফ্রোজেন ফুড, প্যালেট থেকে গাছপালা হালকা টানাটানি, কোনোটাতেই এদের কোনো আপত্তি নেই৷ শুধু একটু খেয়াল করে খেতে দিলেই এনারা চাঁদমুখ করে খেয়ে নেবে৷ তবে হ্যাঁ,এরা সর্বভুক হলেও নিজেরা কারুর খাদ্যে পরিণত হতে একেবারেই উৎসাহী নয়৷ আবার ল্যাজঝোলা এন্জেলদের এদের সাথে রাখলেও এনাদের মাঝেমধ্যে শখ হয় ওদের ল্যাজ অথবা পাখনা ধরে ঝোলাঝুলি করার৷ তাই এই শান্ত স্বভাবের মাছেদের জন্য সবথেকে ভালো হলো স্পিসিজ অনলি ট্যাঙ্ক করা, অথবা ওই সাইজের অন্যান্য শান্তিপ্রিয় টেট্রাদের রাখা৷ এরা বেশ সহজ ব্রিডারও৷ মেল ফিমেল আলাদা করা খুব সহজ না হলেও একটু গোলাকৃতি পেটের আকার দেখে ফিমেলদের চেনা যায়৷ পেটে ডিম এলে ফিমেলদের পেট আরো গোলাকার হয়ে ওঠে৷ আর পুরুষ রেড আই টেট্রাদের রঙ তুলনায় উজ্জ্বল হয়ে যায় মহিলাদের আকর্ষণের উদ্দেশ্যে৷ এরা মূলত এগ স্ক্যাটারার৷ ফ্লোটিঙ প্ল্যান্ট থাকলে তার মূলেও এরা ডিম দেয়৷ তবে এনারা ডিম পেটস্থ করতেও পটু৷ ফলে মেটিঙের পরে মা-বাবাকে সরিয়ে নেওয়াই বাঞ্ছনীয়৷মোটামুটি এই গেল এদের ট্যাঙ্কে ভালোভাবে রাখার কিছু সাধারণ আলোচনা৷ এবার যারা এদের রাখার বিষয়ে অভিজ্ঞ আছেন তারা কমেন্ট বাক্সে জানান তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা৷ ভরে উঠুক আমাদের সবার অভিজ্ঞতার বাক্স৷

We are accepting the entries for IBAC

X