Pros & Cons of Under Gravel Filter
আজকে আমাদের বিষয় আন্ডার গ্রাভেল ফিল্টার।
একোরিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল ফিল্টার। একটি সফল একোরিয়ামের লাইফ লাইন হল ফিল্টার। মাছের ভাল থাকার অনেকটাই নির্ভর করে ফিল্টারের ওপর। তাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের একোরিয়ামের জন্য সঠিক ফিল্টার নির্বাচন জরুরি। একটা ফিল্টার মূলত দুটো কাজ করে,জল পরিস্কার রাখা এবং জলে অক্সিজেনের সরবরাহ বজায় রাখা। ফিল্টার বিভিন্ন ধরনের হয়। আজ আমরা শুধুমাত্র আন্ডার গ্র্যাভেল ফিল্টার নিয়ে আলোচনা করব। আন্ডার গ্র্যাভেল ফিল্টার বা গ্রাউন্ড ফিল্টার আমাদের প্রথম একোরিয়ামে সবাই কমবেশি এই ফিল্টার ব্যবহার করেছি। একটা সময় ভীষণ জনপ্রিয় হলেও বর্তমান যুগে এর জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে আরো উন্নত ফিল্টার আসার দরুন। এই ফিল্টার একোরিয়ামের গ্রাভেলের নিচে রাখতে হয় ,উপরে গ্র্যাভেল চাপা পড়ে যায়। তাই এই ফিল্টারের নাম আন্ডার গ্র্যাভেলস ফিল্টার।
সুবিধা
১) একোরিয়ামে এই ফিল্টার ব্যাবহার করলে ট্যাংকের মধ্যে বেনিফিশিয়াল ব্যাক্টেরিয়া খুব ভালো জন্মায় , এবং জল খুব ভালো পরিস্কার থাকে ।২) আন্ডার গ্রাভেল ফিল্টার জলে তেমন স্রোত তৈরি করতে পারে না ফলে যে সব মাছ জলের স্রোত পছন্দ করে না তাদের জন্য এই ফিল্টার উপযুক্ত। গাপ্পি , নিওন টেট্রা , গোরামি ইত্যাদি মাছের জন্য এই ফিল্টার উপযুক্ত। ৩) এই ফিল্টারের এয়ার লিফট পাইপ প্রয়োজন মতন ছোট বড় করা যায় তাই মাছের ঠাণ্ডা লাগা সহজেই প্রতিরোধ করা সম্ভব হয় ।
অসুবিধা
১) বেয়ার বটম ট্যাংকে আন্ডার গ্রাভেল ফিল্টার ব্যবহার সম্ভব নয়।২) এই ফিল্টার পরিস্কার করা খুবই সময় সাপেক্ষ এবং ঝামেলার , এই ফিল্টার পরিস্কার করতে হলে ট্যাংকের গ্র্যাভেল তুলে , তারপর পরিস্কার করতে হয় । ফলে ট্যাংকের ব্যালেন্স নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।৩) আন্ডার গ্রাভেল ফিল্টার এর ভিতরে কতটা ময়লা জমেছে বাইরে থেকে বোঝা সম্ভব হয় না ।৪) বড় একোরিয়ামের জন্য এই ফিল্টার একেবারেই উপযুক্ত নয়।এখন প্রশ্ন হল আজকের যুগে এতো উন্নত প্রযুক্তির ফিল্টার বাজারে চলে এসেছে যে এই ঐতিহাসিক আন্ডার গ্রাভেল ফিল্টারের উপযোগিতা অনেকাংশে হ্রাস পেয়েছে।
আমি নিজেও বহুবছর এই ফিল্টার ব্যবহার ছেড়ে দিয়েছি একটা বিপর্যয়ের পর এবং নানাবিধ কারনে। পাইরেটসরা কারা কারা এখনো আন্ডার গ্রাভেল ফিল্টার ব্যবহার করেন? একটু অভিজ্ঞতার কথা শেয়ার করুন।