Rineloricaria lanceolata (Red Whiptail)
বেশ কিছু বছর ধরে ম্যান মেড species না রাখার চেষ্টা করছি ট্যাঙ্ক এ. কিন্তু কিছু ক্ষেত্রে বিভ্রান্তি থেকেই যায়. বুঝে উঠতে পারি না যে ম্যান মেড নাকি naturally occured species . সেরকমই হলো Red Whiptail. কেউ কেউ বলেন যে এদের আস্তানা হলো দক্ষিণ আমেরিকা. যদিও তার কোনো প্রমান পাওয়া যায় না. হলফ করে কেউ এর কালেকশন পয়েন্ট নিশ্চিত করতে পারে না. কেউ কেউ বলে থাকেন যে এটি একটি ম্যান মেড species . এর পূর্বপুরুষ হিসেবে চিহ্নিত করা হয় – Rineloricaria lanceolota কে. যদিও তার কোনো নিশ্চয়তা পাওয়া যায় না. এটা ধরেই নেওয়া যায় যে aquarium ট্রেডে যেগুলো পাওয়া যায় সেগুলো সবই ট্যাঙ্ক ব্রেড. নিজ্বস্ব অভিজ্ঞতা : বেশ অনেক বছর ধরেই এই species টা পুষছি আমি কমিউনিটি ট্যাঙ্ক এ . . এরা omnivore এবং সব ধরনের খাবার দেওয়া যায়. আমি Bloodworms , Algae চিপ এবং omnivore পেলেটস দি . Loricariidae ফ্যামিলির বেশ কিছু সদস্যদের মতো এরা কিন্তু খুব একটা কাঠ খায় না. কিন্তু কাঠ এর গায়ে হওয়া বায়ো ফিল্ম খেতে খুব ভালোবাসে. বায়ো ফিল্ম এবং algae এদের খুব পছন্দের খাবার তাই অনেকেই প্লান্টেড ট্যাঙ্ক এ এদের রাখে. যদিও আমার মনে হয় হাই লাইট ট্যাঙ্ক এ এদের একটু অসুবিধা হয়. ইন্টারনেট জুড়ে বলা হয়েছে যে এরা অত্যন্ত inactive , যদিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে এরা যথেষ্ট active বিশেষতঃ ফিডিং এর সময়. Angel দের সাথে পাল্লা দিয়ে ফিড করে. বটম ফিডার হলেও আমার ট্যাঙ্ক এ floting plants ধরে এরা ঝোলে খাবার এর খোঁজে. sexing নিয়ে ইন্টারনেটে অনেক তথ্য থাকলেও আমি মেল্ ফিমেল আলাদা করতে পারি না. এদের সাইজ মোটামুটি 4.5 ইঞ্চি এর মধ্যেই থাকে. এর থেকে বড়ো হয় বলে জানা নেই. বেশ শান্তিপ্রিয় মাছ – কখনোই aggressive হতে দেখিনি. ট্যাঙ্ক সেট আপ : যেকোনো Loricariidae species এর জন্যই স্যান্ড একটা খুব ভালো substrate . এর সাথে চাই হাইডিং লোকেশন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদের জন্য. আমি বগউড ব্যবহার করি. ফ্লোটিং প্লান্টস ব্যবহার করা যেতে পারে ট্যাঙ্ক এ একটা শেড হিসাবে. এই লো লাইট এনভায়রনমেন্ট টা এরা খুব পছন্দ করে এবং হাইডিং লোকেশন থেকে বেরিয়ে আসে . হাই লাইট ট্যাঙ্ক এ কিন্তু সাধারণত এরা হাইডিং লোকেশন থেকে বেরোতে চায় না. আরো একটা জরুরি বিষয় হলো Loricariidae species দের জন্য Dissolved অক্সিজেন এর মাত্রা একটূ বেশি থাকাই ভালো এবং ট্যাঙ্ক এ মডারেট ফ্লো থাকা উচিত. আমার ট্যাঙ্ক এ কখনো স্পন করেনি তাই ব্রিডিং অভিজ্ঞতা আমার নেই. ট্যাঙ্কমেট : Angel , Apistogramma , Discus , Festivum , Geophagus বিভিন্ন সাউথ আমেরিকান টেট্রা এর সাথে রেখে দেখেছি কোনো অসুবিধা হয় না. অসুবিধা একবার ই হয়েছিল . আমার একটা L239 এর কলোনী ছিল . ওখানে কিছু Red Whiptail ছেড়েছিলাম . L239 গুলো খুব aggressively এদের তাড়া করতো. বগউড এর ধরে কাছেও আসতে দিত না. টেম্পারেচার : শীত কালে হিটার ব্যবহার করেছি এবং তাপমাত্রা ছিল 28 পুরো শীত কাল জুড়ে . গরম কালে আমার ট্যাঙ্ক এর তাপমাত্রা মোটামুটি 32 এর মধ্যেই থাকে . জল পরিবর্তন : এইটা খুব important . চেঞ্জিং ওয়াটার প্যারামিটার এরা একদম সহ্য করতে পারে না. তাই খুব অল্প জল পরিবর্তন করি. এখন যে ট্যাঙ্ক এ আছে সেখানে শেষ 4 মাস জল পরিবর্তন করিনি. শুধু টপ আপ করি. ফিল্ট্রেশন নিয়ে খুব বেশি মাথা ব্যাথা নেই.কিন্তু কাঁচা ট্যাঙ্ক এ এদের না ছাড়াই ভালো.যেটা না বললেই নয় – বগউড এর সাথে এদের ক্যামোফ্লেজ অসাধারণ দেখতে লাগে. একটা ছবি দিলাম তার.