Scatophagus argus(Argus Fish)
পায়রা চাঁদা
আজকের আলোচনা আমাদের দেশের একটি অত্যন্ত সুন্দর ও সুস্বাদু মাছকে নিয়ে। পায়রা চাঁদা বা Spotted Scat বা হবির প্রিয় argus যে নামেই ডাকি না কেন এদের সৌন্দর্য্যে মোহিত না হয়ে থাকা যায়না। তাই আজকের আলোচনা হবে পায়রা চাঁদাকে নিয়েই।অ্যাকোরিয়াম হবির এই জনপ্রিয় মাছ পোষার জন্য হোক কি খাওয়ার জন্য খুব সহজেই পাওয়া যায়, তাই IUCN red list এ এরা Least Concerned(LC) ক্যাটাগরিতে আছে। এরা মূলত brackish water স্পিসিস,খাঁড়ি বা মোহনার আশেপাশেই এদের দেখা মেলে,অন্যান্য মাছেদের মত এরাও একটু স্ট্রাকচার বা গাছপালার আড়ালেই থাকতে বেশি ভালবাসে(যেমন ম্যানগ্রোভের জঙ্গল)।তা বলে এরা যে মাঝে মাঝে নদীতে ওপরের দিকে উঠে আসে না তা নয়। তবে খাওয়ার জন্য এদের মূলত মিষ্টি জলেই চাষ করা হয়। শুধু আমাদের দেশেই নয়, প্রায় পুরো Indo-Pacific অঞ্চলেই এদের পাওয়া যায়। এদের দেহ চ্যাপ্টা ও চৌকো হয়। দেহের বেসিক কালার টা উজ্জ্বল রুপোলি সাথে সবুজ বা সবুজাভ বাদামির ছোঁয়া থাকে। আর সারা গায়ে অসংখ্য গোলাকার ও ডিম্বাকার কালো ছোপ এই মাছের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তোলে । শ্রীলঙ্কাতে এর একটি সাবস্পিসিস পাওয়া যায় যার গায়ে সবুজের বদলে লালচে ছোঁয়া থাকে, তাই তাদেরকে Ruby Scat বলে ডাকা হয়। প্রাকৃতিক পরিবেশে কিন্তু এরা বেশ ভালই বড় হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ত ওয়াইল্ড কট স্পেসিমেনের সাইজ ১৪-১৫ ইঞ্চি অবধি ও দেখা গেছে। তবে অ্যাকোরিয়ামে এরা অতটা বড় হয়না বলেই শোনা যায়, ম্যাক্সিমাম ৭-৮ ইঞ্চি অবধি বাড়ে(এই বিষয়টিতে কেউ আলোকপাত করলে ভাল হয়)। অ্যাকোরিয়ামে ম্যাক্সিমাম ১০-১৫ বছর বাঁচে। এদের পিঠের দিকে একটি কাঁটা মত থাকে যা লাগলে জ্বালা কিন্তু সহজে কমার নয়।এবারে আসা যাক এদের অ্যাকোরিয়ামে রাখতে গেলে সেটাপ কিরকম হওয়া উচিত। এদেরকে সুস্থ ভাবে রাখতে ৬০ গ্যালনের কম ট্যাঙ্ক তো ভাবা উচিত ই নয়। জলের তাপমাত্রা ২০-২৮ °C এর মধ্যে হলে ভাল। হার্ডনেস ২০০-৩০০ ppm তো থাকতেই হবে,pH ৭.৫-৮ হলে ভাল।ড্রিফ্টউড দিলে ভাল তবে লুকোনোর জায়গা থাকতেই হবে নইলে স্ট্রেসড হয়ে যেতে পারে। গাছপালা রাখলে এদের তা সাবাড় করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না,তাই ওসব না ভাবাই ভাল।তবে এই রাক্ষুসে স্বভাবের ভাল দিক হল মাঝেমধ্যে এরা ট্যাঙ্কের অ্যালগি ও খেয়ে পরিষ্কার করে দেয়(এটা অন্তত আমার ক্ষেত্রে হয়েছে,মূলত কাঁচের গায়ে বা ডেকোরেশনের ওপর যেগুলো পরে সেগুলোই খেতে দেখেছি,বাকিরা তাদের এই বিষয়ে অভিজ্ঞতা জানান)। আর জলে নুনের মাত্রা এমন হবে যা এদের প্রাকৃতিক brackish সেটাপ কে এমুলেট করে। এবারে আসি ট্যাঙ্কমেটদের কথায়,এদের মোটামুটি ৪টের ঝাঁকে রাখলে ভাল। এমনিতে বাকি ট্যাঙ্কমেটদের হয়ত কিছু করবে না কিন্তু নিজেদের মধ্যে মেলগুলো ডমিনেশন নিয়ে মারপিট করতে পারে। Mono Angel অন্যতম সেরা ট্যাঙ্কমেট কারণ এদের রিকোয়ারমেন্ট ও একইরকম। তবে এদের সাথে আমেরিকান সিকলিড ও রাখা যেতে পারে।তবে ট্যাঙ্কমেটদের সাইজ ছোট হলে কিন্তু বুলি করতে পারে। খাওয়াদাওয়া নিয়ে এদের আবার তেমন বায়নাক্কা নেই-কেঁচো,ফ্লোটিং বা সিংকিং পেলেট সবকিছু মুহূর্তের মধ্যেই উধাও করে দিতে এরা সিদ্ধহস্ত। জলের ফ্লো মডারেট হলেই ভাল,তবে যেহেতু মোহনার আশেপাশের জল এদের প্রাকৃতিক বাসস্থান তাই একটু বেশি ফ্লো তেও মানিয়ে নেবে। এদের ব্রিডিং বিহেভিয়ার নিয়ে আমার কিছুই জানা নেই তাই কারোর জানা থাকলে কিছু বলবেন। যদিও আমার argus রাখার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। বছর আষ্টেক আগে আমার লোকাল দোকানে মাছটিকে দেখে এক জোড়া কিনে আনি। তখন তো আর এত ভাল ইন্টারনেট পরিষেবা ছিল না তাই দোকানদারের কথামতো আমার সিলভার ডলারের সাথে রেখে দিই। রিকোয়ারমেন্ট আলাদা হওয়ায় আর জলে নুনের মাত্রা বেশি না থাকায় সপ্তাহ তিনেকের মধ্যেই দুইজনেরই পন্চ্ত্ব প্রাপ্তি ঘটে। তারপরে বছর দুই আগে আবার ২ জোড়া আনি,এবারে পড়াশোনা করে জেনে গেছি ওদের কি কি দরকার। তাই সেরকমই সেটাপ বানাই। তবে ড্রিফ্টউড কেনার সামর্থ্য ছিল না বলে বাড়ির পেয়ারা ডালকেই শুকিয়ে আর জীবাণুমুক্ত করে ব্যবহার করেছিলাম। তখন এদের সাথে ছিল গোটা পাঁচেক mono angel. সবই ঠিকঠাক ছিল কিন্তু ছয় মাস পরে নভেম্বরের গোড়ায় হঠাৎ ২৪ ঘন্টার মধ্যে ৩টেই মারা যায়,সবেধন নীলমণিটি মারা যায় দ্বিতীয় দিনের মাথায়। কি জন্য মারা গিয়েছিল এখনো আমি খুঁজে পাইনি।যদিও mono angel গুলো আরও বছর ১.৫ বেঁচে ছিল। এই হল argus কে নিয়ে আমার অভিজ্ঞতা আর জ্ঞান, এবারে আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আমার কাছে এদের খুব একটা ভাল ছবি নেই কেননা আলো জ্বালালেই সবকটা ভাঁড় বা স্পঞ্জ ফিল্টারের পেছনে লুকিয়ে যেত। তাই ভাল কিছু ছবি দেখার অপেক্ষায় রইলাম। নীচে ব্যবহার করা বেশিরভাগ ছবিই গুগল থেকে নেওয়া।