Thayeria boehlkei ( Hockey stick Tetra/ False Penguin Tetra )
আচ্ছা,যদি কোনো কুইজে আপনাকে প্রশ্ন করা হয়, “ধ্যানচাঁদ আর একুরিয়ামের মধ্যে মিল কোথায়?”, আপনি প্রাথমিকভাবে হয়তো একটু চমকে যাবেন! কিন্তু তারপরেই উত্তরটা মাথায় আসার সাথে সাথে আপনার মনে যে ছোট্ট মিষ্টি মাছের ছবিটা আপনার মনে আসবে,সেই মাছটিই আমাদের আজকের স্পিসিজ হাইলাইটসের আলোচ্য মাছ, হকিস্টিক টেট্রা,যা ফলস পেঙ্গুইন টেট্রা নামেও পরিচিত অনেকক্ষেত্রে৷ এদের সম্পর্কে বিশদ বলার আগে বরং এদের এই নামকরণের কারণটা বলে নি৷ হকিস্টিকের মতো এদের গায়েও দেহ বরাবর একটা কালো লাইন আছে যেটা পুচ্ছপাখনার একদিকে বেঁকে গেছে৷ ফলে শুধু কালো রেখাটা দেখলে সেটাকে হকিস্টিক বলেই মনে হয়৷ আর এই সাদা কালো রঙের জন্য পেঙ্গুইন টেট্রাও বলে৷ এরা সাইজে খুব বেশী হলে আড়াই থেকে তিন ইঞ্চি মতো হয়৷এবার আসা যাক এদের প্রাকৃতিক বাসস্থানে৷ এরা প্রধানত দক্ষিণ আমেরিকার মাছ৷ পেরু এবং ব্রাজিলের আরাগুয়া ও আমাজন নদীর অববাহিকায় এদের দেখতে পাওয়া যায়৷ অল্প স্রোতযুক্ত অগভীর জলে, ছোটখাটো শাখানদীর স্বচ্ছ জলে এরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়৷তাহলে এদের আমাদের ঘরের মধ্যে রাখতে গেলে কি করতে হবে! তেমন কিছুই নয়৷ অধিকাংশ টেট্রাদের মতোই এরা প্ল্যান্টেড ট্যাঙ্কের খুব স্বচ্ছন্দ বাসিন্দা৷ কমপক্ষে মোটামুটি ১০০ লিটারের একটা ট্যাঙ্ক হবে, গাছপালা আর সাথে কিছু ফ্লোটিং প্ল্যান্টস থাকবে, অল্প কিছু ডালপালা,পাথর এদিক ওদিক ছড়ানো থাকবে যেগুলো মুলত ওদের লুকোনোর জায়গা হিসাবে ব্যবহৃত হবে, ব্যাস, আর এদের পায় কে! পিএইচ এর ক্ষেত্রে এরা বেশ সহিষ্ণু অনান্য অনেক টেট্রাদের মতোই, মোটামুটি ৫.৫ থেকে ৮ অবধি দিব্যি চলবে৷ আর এরা যেহেতু ট্রপিকাল অঞ্চলের মাছ তাই জলের উষ্ণতাও ওই ৬৫ থেকে ৮৫ ডিগ্রী ফারেনহাইট মতো থাকলেই হবে৷ এরা সর্বভুক৷ ডাফনিয়া, ব্লাডওয়ার্ম থেকে মাইক্রোপ্যালেট, যাই দেবেন সোনামুখ করে ভাগযোগ করে নিমেষে শেষ করে দেবে৷ এদের প্রজননের জন্য এরা নিজেরাই ঝাঁকের মধ্যে থেকে তাদের সঙ্গী বেছে নেয় এবং গাছপাতার গায়ে ডিমের ক্লাস্টার ছড়িয়ে দেয়৷ ডিম ফুটে বাচ্ছা বেরোনো এবং ঠিকঠাক সাঁতরানোর জায়গায় আসতে মোটামুটি দিন পাঁচেক লাগে৷ এদের ট্যাঙ্কমেট হিসাবে অনান্য শান্ত টেট্রা, এন্জেল, ডোয়ার্ফ রেনবো রাখা যেতে পারে৷ তবে আমার মতে এদের আসল সৌন্দর্য্য ফুটে উঠবে যদি এদের স্পিসিজ অনলিতে একটা ঝাঁকে যেখানে কমপক্ষে ১২ থেকে ১৫ টা থাকবে, রাখা হয়৷ সবুজ গাছপালা,ফ্লোটিং এর শিকড়ের মধ্যে দিয়ে একদল কালোসাদা হকিস্টিকের দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো আপনার প্ল্যান্টেড ট্যাঙ্ক করা সার্থক করে তুলবে৷