Pros & Cons of Power Filter

fishkeeping simplified

Pros & Cons of Power Filter

ফিল্টারেশন

একোরিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল ফিল্টার। একটি সফল একোরিয়ামের লাইফ লাইন হল ফিল্টার। মাছের ভাল থাকার অনেকটাই নির্ভর করে ফিল্টারের ওপর। তাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের একোরিয়ামের জন্য সঠিক ফিল্টার নির্বাচন জরুরি। একটা ফিল্টার মূলত দুটো কাজ করে,জল পরিস্কার রাখা এবং জলে অক্সিজেনের সরবরাহ বজায় রাখা। বিভিন্ন ধরনের ফিল্টারের মধ্যে আমরা ইতিমধ্যে আন্ডার গ্রাভেল এবং স্পঞ্জ ফিল্টার নিয়ে আলোচনা করেছি।

আজকের বিষয় পাওয়ার ফিল্টার ।

পাওয়ার ফিল্টার সময়ের সাথে সাথে ফিল্টার বিবর্তিত হয়েছে। পাওয়ার ফিল্টার আসার পর ফিল্টারেশনের কনসেপ্ট অনেক বদলে গেছে। পাওয়ার ফিল্টার খুব দ্রুত কাজ করে এবং দক্ষতাসম্মন্ন। মার্কেটে বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের পাওয়ার ফিল্টার পাওয়া যায়। আমাদের প্রাথমিক কাজ হওয়া উচিত নিজের একোরিয়ামের জন্য সঠিক মডেল বেছে নেওয়া। অনেকেই আছেন সঠিক সাইজ এবং সঠিক দক্ষতা সম্পন্ন ফিল্টার ব্যবহার না করার ফলে পাওয়ার ফিল্টার থেকে সেরকম আউটপুট পান না বলে অভিযোগ করেন। পাওয়ার ফিল্টারে মূলত একটি পাওয়ার হেড থাকে এবং তার সাথে একটা বক্সের মধ্যে স্পঞ্জ থাকে। এই স্পঞ্জের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জমে।

সুবিধা

১) একোরিয়ামের জল খুব দ্রুত পরিস্কার করার জন্য পাওয়ার ফিল্টার আদর্শ। ২) পাওয়ার ফিল্টার অনেক ক্ষেত্রে ওয়েব মেকারের কাজ করে। এর থেকে যে স্রোত বেরোয় তা অনেক মাছের জন্য খুবই প্রয়োজনীয়। ৩) এই ফিল্টার পরিস্কার করা খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে পরিস্কার করা যায়।৪) পাওয়ার ফিল্টারের আরো একটা বড় সুবিধে এর থেকে কোনোরকম আওয়াজ বেরোয় না। ৫) একোরিয়ামের এয়ার সারকুলেশনের জন্য পাওয়ার ফিল্টার খুব কাজের।

অসুবিধা

১) যেসব মাছ স্রোত পছন্দ করে না তাদের জন্য পাওয়ার ফিল্টার ব্যবহার সম্ভব নয়।২) নিয়মিত পরিস্কার না করলে পাওয়ার ফিল্টারের স্পিড কমতে থাকে। ফলে ফিল্টারেশনের ক্ষমতাও কমতে থাকে।৩) পাওয়ার ফিল্টারের পাওয়ার হেডটি খারাপ হলে সারানোর উপায় নেই। ৪) পাওয়ার ফিল্টার বড় একোরিয়ামের জন্য খুব একটা উপকারী নয়। আড়াই ফুট একোরিয়ামে একটা পাওয়ার ফিল্টার যেরকম কাজ করবে একটা চার ফুট একোরিয়ামের নিশ্চয় সেরকম কাজ করবে না। তাই এর ব্যবহারও সীমিত।

এখন প্রশ্ন হল আজকের যুগে এতো উন্নত প্রযুক্তির ফিল্টার বাজারে চলে এসেছে যে পাওয়ার ফিল্টারের উপযোগিতা অনেকাংশে হ্রাস পেয়েছে। আমি নিজেও পাওয়ার ফিল্টারের ব্যবহার কমিয়ে দিয়েছি অন্য অনেক অপশান বেড়ে গেছে। পাইরেটসরা কারা কারা পাওয়ার ফিল্টার ব্যবহার করেন? একটু অভিজ্ঞতার কথা শেয়ার করুন।

We are accepting the entries for IBAC

X