Some Malagasy Cichlids
বিপন্ন মাদাগাস্কার
আপনি যদি সিকলিড প্রেমিক হন তাহলে আপনার জীবনে কোনো না কোনো সময় মাদাগাস্কান প্রেম এসেছিল বা যদি এখনো অব্দি নাও আসে তাহলে অবশ্যই আসবে।
আফ্রিকার পূর্ব উপকূল থেকে 400 কিমি দূরে, ভারত মহাসাগরের বুকে প্রায় 5,92,800 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত মাদাগাস্কার হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র, যা পরিপূর্ণ এমন সব জৈব বৈচিত্রে, যা আমরা শুধুমাত্র এখানেই দেখতে পাই। এখানকার প্রায় 90 শতাংশের ওপর বণ্য প্রজাতি (উদ্ভিদ ও প্রাণী) একমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায় , এদের মধ্যে রয়েছে বহু প্রজাতির স্থানীয় গিরগিটি, লেমুর আর মাছ।
কিন্তু এসবই আজ পৃথিবীর বহু প্রজাতির মতো বিপন্ন। বিপন্ন শুধুমাত্র আমাদের জন্য। ক্রমাগত জঙ্গল কাটা, বন্য বসতি ধংস আর মনুষ্য বসতি বৃদ্ধি বহু স্থাণীয় প্রজাতি কে আজ বিলুপ্তির দোরগোড়ায় এনে দিয়েছে। এর পাশাপাশি চরম খাদ্য সংকট মাদাগাস্কার এর জলভূমি তে আগমন ঘটায় রেড স্নেকহেড এর মতো প্রজাতির, যা স্থাণীয় মাছেদের নিরুদ্দেশের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যদিওবা তাদের মাদাগাস্কার এ আনার মূল উদ্দেশ্য ছিল স্থাণীয় জনবসতির খাদ্য সংকট দূর করা কিন্তু ঠিক lake victoria র মতোই এখানেও বিদেশি প্রজাতি স্থানীয় দের ভাগ্য নির্ধারণ করে। শুধুমাত্র তাই নয় জলজ গাছপালা ও রেহাই পায়নি। বিজ্ঞানী ও প্রকৃতিবিদ দের পরিসংখ্যান দেখায় বহু স্থানীয় জলজ উদ্ভিদ প্রজাতি শেষ কয়েক দশক ধরে বেপাত্তা!
মাদাগাস্কান সিকলিড এর হবিতে আগমন কেপটিভ ব্রিডিং প্রজেক্ট এর মাধ্যমে। মাদাগাস্কার এর এহেন পরিণতি বাধ্য করে বহু ইউনিভার্সিটি, প্রকৃতিবিদ ও aquarium club গুলো কে পদক্ষেপ নিতে। মূলত তাদেরই উদ্যোগে শেষ দশকে সারা পৃথিবীর বহু ব্রিডার এখানকার কিছু স্থানীয় মাছেদের কেপটিভ ব্রিডিং এর সুযোগ পায়। ধীরে ধীরে মাদাগাস্কান সিকলিড এই পদক্ষেপ এর সুফল পেতে শুরু করে। aquarium hobby তে পরিচিতি পায় মাদাগাস্কান।
চলুন জেনে নেই কিছু অসাধারণ মাদাগাস্কান সিকলিড এর সম্বন্ধে যারা হয়তো একটুর জন্য মানুষের হাতে বলি হতে হতে রক্ষা পেয়ে গেছে।
পেরিট্রপ্লাস মেনারামবো (Paretroplus Menarambo) :
1996 সালে lake sarodrano তে প্রথম Pinstripe Damba বা মেনারামবো কে খুঁজে পাওয়া যায়। দুর্ভাগ্যবশত খুব অল্প সময়ের মধ্যেই জেলেদের অত্যধিক মাছ ধরার জন্য এই lake এ মেনারামবো প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়ে এবং IUCN Red List এ critically endengered তালিকা ভুক্ত হয়। সম্প্রতি lake tseny তে পুনরায় এদের অস্তিত্ব পাওয়া যায়। সমীক্ষা বলে Tseny lake ছাড়াও মাদাগাস্কার এর আরো দুটো lake এ pinstripe damba পাওয়া যায়।
বর্তমানে বহু public aquaria আর breeder দের চেষ্টায় captive breeding এর মাধ্যমে Paretroplus Menarambo মেইনস্ট্রিম হবি যে জায়গা করে নিয়েছে।
শুনেছি আমাদের কলকাতা তেও গুটি কয়েক পূর্ণবয়স্ক মেনারামবো র অস্তিত্ব রয়েছে। comment box এ এরম একটা দেখার আশা রইলো।
পেরিট্ৰপ্লাস ডামি (Paretroplus Damii):
IUCN Red List এ Vulnerable তকমা পাওয়া এই মাছ এখনো উত্তর পশ্চিম মাদাগাস্কারের বিস্তীর্ণ জলভূমি তে পাওয়া যায়। যদিও overfishing কতদিন টিকতে দেবে সে নিয়ে সন্দেহ রয়েছে যথেষ্ট। কালো বা হালকা ধূসর শরীরের ওপর একদম হালকা হলুদ ব্যান্ড এদের অনন্য peritroplus থেকে আলাদা করে। এরাই একমাত্র peritroplus স্পিসিস যাদের শরীরে কোনো vartical bars নেই। সাধারণত মাদাগাস্কার এর উত্তর পশ্চিমে অগভীর জলাশয় ও কম স্রোতের নদী গুলিতে এরা বিরাজমান। সংরক্ষণ এর উদ্দেশ্যে 2011 সালে Tsaratanana National Park e বহু Paretroplus Damii কালেক্ট করা হয়।
পেরিট্ৰপ্লাস ডামবাবে (Paretroplus Dambabe):
Report যদিও বলে যে ডামবাবে Mahavavy du Sud basin এর বিস্তীর্ন জলাভূমি তে পাওয়া যায় কিন্তু এখনো অব্দি একমাত্র Lake Kinkony থেকেই এদের পাওয়া গিয়েছে। মাদাগাস্কার এর উত্তরপশিমে lake kinkoy হলো অত্যন্ত অগভীর এক জলাভূমি যা majunga র দক্ষিণ পশ্চিম দিক বরাবর বিরাজমান। ইদানিং জলাভূমি ভরিয়ে ধানচাষ বিপণ্ন করেছে এদের এই একমাত্র known habitat। একদা খুব common মাছ হলেও Kiener (researcher 1963) এরমতে যথেচ্ছ ভাবে lake ভরানো ও বিদেশি মাছের আধিপত্যের জন্য এরাও আজ Critically Endengered species এর তকমা পেয়েছে IUCN Red List অনুযায়ী।
মাদাগাস্কারের Paretroplus গোত্রের মাছ নিয়ে আরো কিছু লেখার ইচ্ছে রইল কিন্তু তার জন্য নিজে পোষা অত্যন্ত জরুরী। সেটা এই মাছেদের চরম দুষ্প্রাপ্যতার জন্য এখনও অব্দি সম্ভব হয়নি। দেখা যাক সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরি সেটা হয়তো সম্ভব হবে।
মোটামুটিভাবে মাদাগাস্কারের কিছু সিকলিড স্পিসিস এর লিস্ট দিলাম। এদের মধ্যে বহু প্রজাতির কোনো অস্তিত্ব নেই এদের আদি বাসস্থানে।
Oxylapia
Oxylapia polli
Paratilapia
Paratilapia polleni
Paratilapia sp. “Small Spots Betsileo Highlands”
Paratilapia sp. “Small Spots East Coast”
Paratilapia sp. “Small Spots Northwest”
Paratilapia sp. “Southwest”
Paretroplus
Paretroplus dambabe
Paretroplus damii
Paretroplus aff. “damii” Anjingo River
Paretroplus aff. “damii” Dridrimena
Paretroplus kieneri
Paretroplus cf. kieneri “De La Mangarahara”
Paretroplus cf. kieneri “Ikopa-Betsiboka Drainage”
Paretroplus cf. kieneri “Mahajamba River”
Paretroplus cf. kieneri “Upper Kamoro River”
Paretroplus sp. “Lake Amparihinandrina”
Paretroplus maculatus
Paretroplus sp. “Mahajamba River”
Paretroplus maromandia
Paretroplus aff. “maromandia” De L’Anjingo-Lac Andrapongy
Paretroplus aff. “maromandia” Maevarano
Paretroplus menarambo
Paretroplus aff. “menarambo” Betsiboka-Kamoro
Paretroplus nourissati
Paretroplus petiti
Paretroplus sp. Poamaso Ankarafantsiska
Paretroplus sp. “Poamaso Upper Kamoro River”
Paretroplus polyactis
Paretroplus tsimoly
Paretroplus aff. “tsimoly” Du Haut Kamoro
Paretroplus sp. “Ventriti”
Ptychochromis
Ptychochromis grandidieri
Ptychochromis cf. grandidieri “Black”
Ptychochromis sp. “Green Montagne D’Ambre”
Ptychochromis inornatus
Ptychochromis sp. “Mahanara River”
Ptychochromis sp. “Manampanihy”
Ptychochromis sp. “Mangarahara River”
Ptychochromis oligacanthus
Ptychochromis sp. “Southwest”
Ptychochromis sp. “Tarantsy”
Ptychochromoides
Ptychochromoides betsileanus
Ptychochromoides sp. “Fiapotsy Manantanana River”
Ptychochromoides itasy
Ptychochromoides katria
Ptychochromoides aff. “katrina” Upper Namorona
Ptychochromoides vondrozo