Betta Species and variations for beginners

fishkeeping simplified

Betta Species and variations for beginners

#প্রথম_পর্ব
 
এই লেখাটা আদৌ জরুরি কিনা বুঝতে পারছি না।আবার মনে হল লিখেই ফেলি।Betta মাছদের প্রজাতি আর ল্যাজের ধরণ কে অনেকে গুলিয়ে ফেলে।কিছু অভিজ্ঞ বিক্রেতা ও ফিশ কিপারকে বলতে শুনেছি,crowntail বা ohm বা hm হল এক-একটা প্রজাতি।যাই হোক,আমি কিছু তথ্য উপস্হাপন করছি।আমি নিজে কখনও ব্রিডিং করাইনি betta দের,ওদের প্রাকৃতিক বাসস্হানেও যাইনি।সবটাই পুঁথিগত।ঠিক যেমন আর্জেন্টিনায় না গেলেও পড়েছি যে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস্ এয়ারস্।
জীববিদ্যায় ট্যাক্সোনমি তে প্রজাতি কী করে আসে,সবারই মোটামুটি জানা।আমি এক লাইনে পিরামিড টা লিখে দিচ্ছি-
ডোমেন-কিংডম-ফাইলাম- ক্লাস- অর্ডার-ফ্যামিলি- জেনাস-প্রজাতি।
#প্রজাতি টা কী জিনিস?
‘A species is a group of living organisms consisting of similar individuals capable of exchanging genes or interbreeding and producing fertile offspring.Species is denoted by a Latin binomial’.( বলা বাহুল্য,সংজ্ঞাটা গুগলের ফার্স্ট পেজ থেকে টুকেছি)।
ইউরোপিয়ান আর এশীয় রা দেখতে- শুনতে আলাদা হলেও ওরা একই প্রজাতি,হোমো সেপিয়েন্স।সেরকম,একটা ফাইটার মাছের ল্যাজ আর একটার থেকে আলাদা মানেই ওরা আলাদা প্রজাতি,তার কোন মানে নেই,খুব সহজ ভাষায় বলতে গেলে।
প্রকৃতপক্ষে,এই বিষয়ে আরও বিশদে বুঝতে হলে আমাদের পড়তে হবে সোজা কথায় মাছের বায়োলজি- ব্রিডিং, ক্রসব্রিডিং,জেনেটিক্স।হম্ ঠিকই ধরেছেন,আমি অত ভালোভাবে বোঝাতে পারবো না অবশ্যই। উৎসাহিত হলে ইন্টারনেটে গিয়ে পড়ে ফেলতে পারেন কিছু পেপার বা বই।আপাতত এই লেখায় সাধারণ কিছু জিনিস বলে রাখি।
এখনও পর্যন্ত প্রায় ৭৩ খানা betta #প্রজাতি নাকি খুঁজে পাওয়া গিয়েছে,মনে রাখবেন,’প্রজাতি’,এরা
‘ হাইব্রিড’ নয় কিন্তু।ভবিষ্যতে আরও পাওয়ার সম্ভাবনা প্রবল।এই প্রজাতিগুলোকে আবার কয়েকটা
‘ কমপ্লেক্স'( পারস্পরিক কিছু মিলযুক্ত প্রজাতি গ্রুপ)- এর আন্ডারে রাখা হয়েছে।চলুন দেখে নেওয়া যাক।
🔹Betta akarensis complex:
1. Betta akarensis
2. Betta antony
3.Betta aurigans
4.Betta balunga
5.Betta chini
6. Betta ibanorum
7. Betta obscura
8.Betta pinguis
🔹Betta albimarginata complex:
9.Betta albimarginata
10.Betta channoides
🔹Betta anabatoides complex:
11. Betta anabatoides
12. Betta midas
🔹Betta bellica complex:
13.Betta bellica
14. Betta simorum
🔹Betta coccina complex:
15. Betta coccina
16. Betta brownorum
17.Betta burdigala
18. Betta hendra
19. Betta livida
20. Betta miniopinna
21.Betta persephone
22.Betta rutilans
23.Betta tussyae
24.Betta uberis
🔹Betta dimidiata complex:
25.Betta dimidiata
26. Betta krataios
🔹Betta edithae complex:
27. Betta edithae
🔹Betta foerschi complex:
28. Betta foerschi
29. Betta dennisyongi
30. Betta mandor
31. Betta rubra
32. Betta storhi
🔹Betta picta complex:
33. Betta picta
34. Betta simplex
35. Betta falx
36. Betta taeniata
🔹 Betta pugnax complex:
37. Betta pugnax
38. Betta apollon
39. Betta breviobesus
40. Betta cracens
41. Betta enisae
42. Betta ferox
43. Betta fusca
44. Betta kuehnei
45. Betta lehi
46. Betta palida
47. Betta prima
48. Betta pulchra
49. Betta raja
50. Betta schalleri
51.Betta stigmosa
🔹#Betta_splendens_complex:
52.#Betta_splendens ( এইটা হচ্ছে আমাদের আদরের ফাইটার মাছ😃)
53. Betta imbellis
54. Betta mahachaiensis
55. Betta smaragdina
56. Betta siamorientalis
57.Betta stiktos
🔹Betta unimaculata complex:
58.Betta unimaculata
59. Betta compuncta
60. Betta gladiator
61. Betta ideii
62. Betta macrostoma
63. Betta ocellata
64. Betta pallifina
65. Betta patoti
🔹Betta waseri complex:
66. Betta waseri
67.Betta chloropharynx
68.Betta hipposideros
69.Betta pardalotos
70.Betta pi
71.Betta renata
72.Betta spilotogena
73.Betta tomi
এইবার আলস্য লাগছে।বাকিটা পরে লিখবো।😐
(চলবে)
#তথ্যসূত্রঃ
১. fishbase.se
2. wikipedia.org
সংগের মাছের ছবিঃ Betta macrostoma( গুগল্ ইমেজ)

 

We are accepting the entries for IBAC

X