Mixed Community Tank

fishkeeping simplified

Mixed Community Tank

মিক্সড কমিউনিটি ট্যাঙ্ক৷
ঘটনা 1: দিনের বেশিরভাগ সময় নিজের কাজ ও বাকিটা আমার মাছের দুনিয়ার সমস্যা সমাধান করতে চলে যাওয়ায় স্বভাবতই গৃহকর্ত্রী র রোষের সম্মুখীন হতে হয় প্রায়শই। তাই রুষ্ট কে তুষ্ট করার উদ্দেশ্যে বছরের (2019) শেষবেলা তে গিয়েছিলাম তমলুকের বুকে কোনো এক রেস্টুরেন্টে (তথাকথিত নামজাদা)। ঝাঁ চকচকে রেস্টুরেন্টের বর্ষশেষের সাজসজ্জা মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই ছিল। হা করে দেখতে দেখতে একসময় কর্ত্রীর কনুইয়ের গুঁতো খেয়ে প্রায় ফাঁকা রেস্টুরেন্টে যথাযোগ্য টেবিল নির্বাচনে নজর দিলাম। মেছো মানুষ আমি, স্বভাবতই ডাইনিং হলের এক পাশে রাখা 2.5 ফুটের aquarium এর সামনের টেবিল টা আমার নির্বাচনে সেরার উপাধি পেলো ও তার দখল নিলাম।
খাবার অর্ডার করে বসে আছি। কথা চলছে। আমার চোখটা aquarium এর ওপরই ঘোরা ফেরা করছে। 2.5 ফুট লম্বা , 1.5 থেকে 2 ফিট উচ্চতা, ফিলট্রেশন বলতে একটা বড় সাইজের power ফিল্টার, আর substrate এর যায়গায় রঙ্গিন নুড়ি। ডানদিক থেকে একটা thermostat ও উঁকি মারছে। পরিষ্কার পরিচ্ছন্ন জল। খুব ভালো সব কিছু এটা ভাবতেই যাচ্ছিলাম তো সমন সময় মাছেদের দিকে নজর পড়লো। একটা পেল্লাই সাইজের রেড প্যারোট, 2 টো মাঝারি রেড প্যারোট, 2 টো গোল্ডেন সেভেরাম, একটা ob সিকলিড, একটা yellow lab সিকলিড, একটা গোল্ড ফিশ!!!!!
মাছের combination দেখে রীতিমতো থতমত আমি! কিন্তু সাথে সাথে এটাও মনে হলো যেখানে মাছের দোকানে নতুন hobbyst গেলেই aquarium এর সাথে সাথে ফিল্টার, মাছ , খাবার সব একসাথেই ধরিয়ে দেয়া হয় সেখানে একটা রেস্টুরেন্টে শুধু সৌন্দর্য্যায়ন এর জন্য রাখা aquarium এ আমি কেনই বা প্রপার ফিশ combination আশা করছি। যাইহোক পরিণতি টা যা হবার তাই হলো কিন্তু এক্ষেত্রে সেটা আমার উপস্থিতিতেই হলো। ঘন্টাখানেক বাদে যখন আমরা উঠছিলাম চেয়ার ছেড়ে লক্ষ্য করলাম ইতিমধ্যেই একটা ছোট প্যারোট সেভেরাম আর pecock এর খাদ্যে পরিণত হয়েছে। কখন যে দুর্বল মাছটা কে ওরা কোন ঠাসা করেছিল বুঝতে পারিনি। যাইহোক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলাম। তারা অতোটা গুরুত্ব না দিয়ে মাছটাকে ফেলে দিলো।
যাইহোক এত গল্প বলার উদ্দেশ্য একটাই যতই পরিবেশ আড়ম্বরপূর্ণ হোক না কেন যদি বাসিন্দা নির্বাচন সঠিক না হয় তো বসবাস তা শান্তিপূর্ণ হয় না। আপনার ইচ্ছে হতেই পারে টেট্রা র সাথে আফ্রিকান সিকলিড রাখা কিন্তু সেটা টেট্রাদের পঞ্চত্ব প্রাপ্তির কারণ হতে পারে। এটা খেয়াল রাখা হয়তো কোন নামজাদা হোটেল এর মালিকএর সম্ভব না কিন্তু আপনি আমি যারা মাছকে নিজেদের অন্তরদিয়ে ভালোবেসে পুষি তাদের খেয়াল রাখা অবশ্যই উচিত।
কোন কোন দিক খেয়াল রাখবেন:
যখন কোনো aquarium এ মাছ নির্বাচন করবেন যে যে বিষয়গুলি খেয়াল রাখবেন। সেগুলি মূলত নিম্নরূপ:
• জলের রসায়ন ও প্রাকৃতিক পরিবেশ: সারা বিশ্বে অজস্র জানা ও অজানা মাছের প্রজাতি রয়েছে। তাদের মধ্যে গুটিকতক মাছের অবস্থান আমাদের জলজ hobby তে। তাও বিভিন্ন মাছের প্রাকৃতিক পরিবেশ ভিন্ন ভিন্ন হয় সেই সাথে জলের রসায়ন ও। কেউ পছন্দ করে ক্ষারীয় জল তো কেউ করে আম্লিক। কেউ পাথর পছন্দ করে তো কেউ আবার জলের মধ্যে পচা পাতা কাঠ এগুলো করে। কেউ substrate হিসেবে বালি র সাথে খেলতে পছন্দ করে তো কেউ নরম মাটির সাথে। মোদ্দা কথা হলো গিয়ে আপনি যেই মাছ গুলোও সিলেক্ট করুন না কেনো তারা যেন একই প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে সেটা খেয়াল রাখবেন। আর জলের রসায়ন মানে যথাযথ ph, kh, gh এইগুলি যেন সব মাছের ক্ষেত্রেই একইরকম হয়। নাহলে পরিণতি এটা হতে পারে আপনার aquarium এর কিছু মাছের আনন্দের কারণ অন্যদের ধীরে ধীরে মৃত্যুর কারণ হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় আপনি আফ্রিকান সিকলিড এর সাথে আমেরিকান সিকলিড রাখলে বাসস্থান বানানো একটা বড় সমস্যা হতে পারে কারণ দুই মাছ দুই ভিন্নপরিবেশের অংশ।
• খাওন দাওন : মোটামুটি ভাবে মাছের খাওন দাওন অনুযায়ী তিন রকমের মাছ হয়। Herbivorous(নিরামিষ ভোজী), Carnivorous( আমিষ ভোজী), Omnivorous(আমিষ ও নিরামিষ উভয়ভোজী)। সুতরাং যেই মাছ গুলো রাখবেন সেগুলো যেন একই রকম খাদ্য তালিকাভুক্ত হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। তাহলে যেমন একদিকে আপনার মাছেরা সবাই যথাযথ মানের খাবার খেয়ে বড় হবে তেমনি আপনার aquariuam এর প্রতিটা মাছের diet এর ব্যপারে আলাদা ভাবে মাথাঘামাতে হবে না। উদাহরণস্বরূপ বলা যায় আপনার ইচ্ছে করতে পারে আপনি একটা টাঙ্গানিকান ট্যাংক বানাবেন ও তাতে tropheus ও julies একসাথে রাখবেন। পরিবেশগত দিক থেকে কোনো অসুবিধাই নেই আপনি রাখতেই পারেন কিন্ত tropheus স্ট্রিক্টলি algea grazing species আবার julies একটু আমিষ পছন্দ করে বেশি। সুতরাং আপনি ট্যাংক এ আমিষ খাবার দিলে সেটা tropheus এর পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে সুখকর হবে না যা পরবর্তী কালে তাদের মৃত্যুর কারণ হতে পারে।
• মেজাজ : উপরোক্ত দুটো দিক ছাড়া যেটা আরেক গুরুত্বপূর্ণ দিক মাছ নির্বাচনের জন্য সেটা হলো মাছেদের মেজাজ। যেমন আমাদের সমাজেও শক্তিশালী রা দুর্বলদের বরাবরই অবদমিত করে আসছে মাছেদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। খুব আক্রমণাত্মক মাছের সাথে শান্তশিষ্ট মাছ না রাখাই ভালো। নাহলে দুর্বল কোনঠাসা হতে পারে। এর সাথে সাথে প্রকৃতির খাদ্যশৃঙ্খলা টাও খেয়াল রাখা উচিত। হতেই পারে আপনি tanganyikan biotope bananor উদ্দেশ্য নিয়ে একটা ট্যাংক এ cyprichromis ও frontosa রাখলেন। এখন বাস্তবে tanganyika lake এ frontosa রা cyprichromis দের শিকার করে থাকে। তো হতেই পারে আপনার ট্যাংক টাও ওদের শিকারের জায়গা হয়ে গেল সেটা মোটেই কাম্য নয়। সুতরাং এই ব্যাপারটাও খেয়াল রাখা উচিত।
যা আপনি করতে পারেন:
1. স্পিসিস ট্যাংক: বরাবরই আমায় যখনই জিগেস করা হয় কোন মাছের সাথে কোন মাছ রাখবো আমার সহজ উত্তর থাকে একই type মাছ রাখুন অর্থাৎ স্পিসিস ট্যাংক বানান। এতে প্রথমত যেমন উপরোক্ত বিষয় গুলি নিয়ে বেশি মাথা না ঘামালেও চলবে। তেমনি একই গ্রুপের মাছের মধ্যে খুব ভালোভাবে তাদের সামাজিক হাব ভাব , প্রজনন rituals এসবই আপনি প্রত্যক্ষ করতে পারবেন। যেকোন একটা প্রজাতির মাছের প্রাকৃতিক পরিবেশ, খাওয়া দাওয়া, জলের প্রকৃতি নিয়ে পড়াশুনা করে tank বানিয়ে ফেলুন আর মাছ রেখে দিন নির্দ্বিধায়।
2. বায়োটোপ ট্যাংক: যদি একরকমের মাছ আপনার ক্ষেত্রে একঘেঁয়ে হয় তবে আপনি বায়োটোপ বানান। ধরুন আপনি সাউথ আমেরিকার কোনো নদীর বায়োটোপ বানাতে ইচ্ছুক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সব কিছুই আপনার হাতের মুঠোয়। একটু পড়াশুনো করে সেরকম কোনো নদীর প্রাকৃতিক পরিবেশ বানিয়ে ফেলুন আর সেই পরিবেশে যেরকম মাছ বসবাস করে সেই সব প্রজাতি দিয়ে ট্যাংক বানিয়ে ফেলুন। বিশ্বাস করুন ভুলভাল স্পিসিস combination করে মাছ ট্যাংক এ ভরার থেকে অনেক বেশি আনন্দ পাবেন। তাছাড়া নিজেদের প্রাকৃতিক পরিবেশে মাছ গুলোর প্রাকৃতিক গতিবিধি আপনাকে মোহিত করতে বাধ্য।
3. লক্ষ্য রাখুন Compatibility : এত কিছু বলার পর যদি আপনি একান্তই বিভিন্ন ভৌগোলিক পরিবেশের মাছের সংমিশ্রণ ঘটাতে ইচ্ছুক হন তো কোন মাছের সাথে কোন মাছ compatible সেটা চেক করে নিতে ভুলবেন না। লিস্ট অনুযায়ী মাছ রাখার পর ও আপনাকে লক্ষ্য রাখতে হবে ভবিষ্যতের গতি প্রকৃতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পরিশেষে এটাই বলি আমার এই লেখার পর ও হয়তো অনেকেই বলে বসতে পারেন “my tank, my rules”, সুতরাং আমি কি রাখবো আর কিভাবে রাখবো তার জন্য আপনার পরামর্শ নিতে যাবো কেন? আপনি চাইলে ট্যাংক বানিয়ে কুমির এর সাথেও গোল্ড ফিশ রাখতে পারেন কিন্তু কি জানেন তো , যখন আমরা কোনো জীবনকে প্রকৃতি থেকে সরিয়ে নিজেদের তৈরি কাঁচের ঘরে রাখি তো তার ভালো মন্দ সবটার দায়িত্ব আমাদেরই নিতে হবে। সবটারই। ভেবে দেখবেন।

We are accepting the entries for IBAC

X