Cichlasoma salvini (Salvini Cichlid)

fishkeeping simplified

Cichlasoma salvini (Salvini Cichlid)

সালভানির সাতকাহন

স্যালভিনিদের (Cichlasoma salvini) নিয়ে যখন লিখবো ভেবেছিলাম তখন কোথা থেকে শুরু করি সেটাই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গিয়েছিল, আসলে আমার কাছে স্যালভিনি মানেই অনেক স্মৃতি। বছরের পর বছর ধরে স্যালভিনি পুষছি, ব্রিড করাচ্ছি, কিন্তু কখনো কোন স্যালভিনি কিনিনি, বন্ধু-বান্ধবদের থেকে ধার করে পুষছি। আজকের সেন্ট্রাল আমেরিকান হাইপের অনেক আগে নব্বইয়ের দশকে, প্রথম যে সব সেন্ট্রাল আমেরিকান সিকলিডের সাথে বাঙালির পরিচয় হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই স্যালভিনি । হলুদ রঙের দেহে কালো আর লালের বাহার দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন নি এরকম লোকজন তখন সত্যিই বিরল। সেই লোভে পাপ, পাপের লাভে তখন আমার প্রথম স্যালভিনি পোষা । তখন কি আর আমি জানি এরা নিজেদের পাত্র-পাত্রী নিজেরা পছন্দ করে, এবং পছন্দ না হলেই চুলোচুলি শুরু করে! ফলে যা হওয়ার তাই হলো, আমার ট্যাঙ্ক battle ground এ পরিণত হলো, যুদ্ধ যখন আর থামে না, তখন বাধ্য হয়ে সেই স্যালভিনিদ্বয় বিদায় হলো।
এরপরেও যে থেমে থেকেছি তা কিন্তু একেবারেই নয়, আবার স্যালভিনি গিফট পেয়েছি, আবার পুষেছি। আর ঘন্টার পর ঘন্টা তাদের আচার আচরণ দেখে কাটিয়ে দিয়েছি, সেন্ট্রাল আমেরিকানদের বিহেভিয়ার নিয়ে অনেক কিছুই এই স্যালভিনিদের থেকেই শিখেছি, যাইহোক আজ সেগুলোই একটা তালিকা মতো করে লিখে দিলাম …
১) স্যালভিনিরা একবার জোড়া বাঁধার পর বছরের পর বছর একসাথে থাকে। একসাথে ট্যাঙ্কের একটা কোনা দখল করে বসবাস করে, সেখানে অন্যান্য মাছকে সহজে ঘেঁষতে দেয় না। দরকার হলে পুরুষ ও স্ত্রী মাছটি একযোগে অনুপ্রবেশকারীদের আক্রমণ করে।
২) এরা অসম্ভব ক্ষিপ্র ও সাহসী মাছ, নিজের এলাকা দখলে রাখতে নিজের চেয়ে দ্বিগুণ বড় মাছকেও আক্রমণ করতে ভয় পায় না, বিশেষত যখন নিজের ডিম ও বাচ্চাদের রক্ষার প্রশ্ন আসে।
৩) এই মাছটি সাধারণত শীতকাল বাদে সারা বছরই বাচ্চা দেয়, স্ত্রী মাছটি শক্ত কোন পাথর বা কাঠের গায়ে ১৫০-২৫০ টি ডিম পাড়ে, ডিম পাড়ার পর পুরুষ মাছটি ডিম নিষিক্ত করে। নিষিক্ত ডিম ফুটে ৭২ ঘন্টার মধ্যে চারা তৈরি হয়, তবে ৪-৫ দিন পর সেই চারা ফ্রি সুইমার হয়।
৪) সাধারণত কাঠের গুঁড়ি, পাইপ ইত্যাদির মধ্যে লুকিয়ে থাকতে বিশেষ পছন্দ করে, তবে খাবার দিলেই ক্ষিপ্রতার সাথে বাইরে বেড়িয়ে আসে। খাবারের ব্যাপারে সাধারণত বাছবিচারহীন এই মাছটি কিন্তু আসলে অসম্ভব picivore, অর্থাৎ ছোট কোন মাছ দেখলেই চোখ বুঁজে মুখে পোরে।
৫) একটু বড় ট্যাঙ্ক, কিছু কঠিনপ্রাণ গাছপালা, আর অনেক বগ উড, এই মাছটার সর্বোচ্চ সৌন্দর্য উপলব্ধি করার জন্য যথেষ্ট, সাথে ওদের চেয়ে বড় কোন মধ্য আমেরিকার মারকুটে সিকলিড, মাঝারি আকারের ক্যাটফিস ইত্যাদি স্যালভিনিদের আদর্শ প্রতিবেশী হতেই পারে।
৬) প্রাণী জগতে সেসব প্রজাতির স্ত্রীরা পুরুষদের তুলনায় বেশি সুন্দর, স্যালভিনিরা তাদের মধ্যে অন্যতম, লালচে পেটের সুন্দরী বৌ নিয়ে পুরুষ স্যালভিনিরা তাই খুব possesive ।
৭) অনেকেই স্যালভিনিদের ব্ল্যাক ওয়াটারের মাছ ভাবেন বটে, আদতে এরা কিন্তু বেশ খরস্রোতা নদীর মাছ, মধ্য আমেরিকার গুয়াতেমালা, বেলিজ, নিকারাগুয়ার আটলান্টিক মহাসাগরের দিকে নদীগুলোইতেই এদের প্রাকৃতিক ঘর-সংসার।
৮) স্যালভিনিরা বালি খুঁড়ে গর্ত খুঁড়ে সেখানে থাকতে পছন্দ করে, সাধারণত মিহি বালির সাবস্ট্রেট সাথে দু একটা বড় চ্যাপ্টা পাথর এদের জন্য ফাইভ স্টারের সুইট। সাথে যদি ছোটাছুটি করার মতো একটু জায়গা পেয়ে যায় তবে তো আর কথাই নেই।
৯) এই মাছেদের ট্রেনিং দিয়ে হাত থেকে খাবার খেতে শিখিয়েছেন এমন মানুষের সংখ্যাও অনেক। তবে সেক্ষেত্রে অভ্যাস ছোট থেকেই করাতে হবে।
১০)যদিও এরা জলতলের মাঝামাঝি থেকে নীচের দিকেই বেশি থাকতে পছন্দ করে, তবুও কিছু ভাসমান পানা জাতীয় গাছপালা দিলেই এরা জলের উপরের দিকেও স্বচ্ছন্দে ঘোরাঘুরি করে।
১১) একটি পূর্ণ বয়স্ক স্যালভিনি ৬-৮ ইঞ্চি মাপের হতে পারে, এবং সঠিকভাবে যত্ন-আত্তি করলে ১০-১২ বছর আপনার অ্যাকোয়ারিয়ামে কাটিয়ে দিতে হবে।
১২) সাধারণত ৬.৫-৭.৫ এর মধ্যে pH, ২৫০-৩০০ পর্যন্ত TDS সিকলিডদের পরিবারের অন্যতম বুদ্ধিমান এই মাছটির জন্য আদর্শ হলেও ট্যাঙ্কের সব রকম পরিবেশে এরা মানিয়ে নিতে পারে, এমনকি একটু বড় ট্যাঙ্ক পেলে ট্যাঙ্কের এক কোনে ছানাপোনা দিয়ে আপনার মন ভরিয়ে দিতে পারে।
এটুকু বলেই আজকের মতো শেষ করলাম, স্যালভিনিদের নিয়ে আপনাদের অভিজ্ঞতাও শোনার অপেক্ষায় রইলাম …

We are accepting the entries for IBAC

X