Geophagus sveni

fishkeeping simplified

Geophagus sveni

জিওফেগাস সেভিনি
কোলকাতার হবিস্টদের কাছে জিওফেগাস খুব জনপ্রিয় মাছ। জিওফেগাসের সাথে আমার পরিচয় ঘটে ওয়াইনমিলেরি,হেকেলি,বালজানি এবং টোপাজোর মাধ্যমে। পরবর্তীকালে অল্টিফ্রন্স,মেগাসিমা, সেভিনি এবং অন্যান্য প্রজাতি রাখার সুযোগ হয়। ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয়েছে জিওফেগাস সিভিনির সৌন্দর্যর কাছে অন্যান্য জিওফেগাস ফিকে। কোলকাতায় সেভিনির আগমন কিন্তু খুব বেশিদিন নয়, খুব বেশি হলে এক থেকে দেড় বছর । সারা শরীর জুড়ে উজ্জল রঙ,পুরুষ্ঠ বডিলাইন,অসামান্য পার্সোনালিটি,অন্যান্য জিওফেগাসের চেয়ে তুলনামূলক ছোট (গড় সাইজ ৬.৫ ইঞ্চ) এবং শান্তিপ্রিয় এই মাছ দক্ষিণ আমেরিকান সিক্লিড ট্যাঙ্কের অন্যতম আকর্ষণ হতে পারে।
মুলত ব্রাজিল ,আর্জেন্টিনা,প্যরাগুয়ের কিছু অংশে বয়ে চলা পারানা ও আরাগুয়াইয়া নদী এই মাছের বাসস্থল। তাই এই মাছ একোরিয়ামে রাখতে হলে যতটা সম্ভব ন্যাচারাল পরিবেশ তৈরি করা ভীষণ প্রয়োজন। নরম বালি কিছু পাথর এবং কাঠ দিয়ে আপনি একোরিয়াম সাজাতে পারেন যেখানে একাধিক হাইডিং স্পট থাকা বাঞ্ছনীয়। ফার্ন বা এনুবাস জাতীয় হার্ডি গাছ দিতে পারেন পাথর কিম্বা ড্রিফটউডের সাথে আটকে। অন্যান্য সুক্ষ গাছ জিওফেগাস সেভিনি ট্যাঙ্কের উপযুক্ত নয়। জিওফেগাসের চারিত্রিক ধরন অনুযায়ী মুখে করে বালি এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে এরা নিজেরাই নিজেদের পছন্দমত বাসস্থান বানিয়ে নেয় ফলে আপনি যতই ট্যাঙ্ক সাজানোর চেষ্টা করুন না কেন তা বৃথা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি বড় ধারালো পাথর না রাখাই ভালো, আঘাত লাগার সম্ভাবনা থেকে যায়। জলের তাপমাত্রা ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকা বাঞ্ছনীয়।
সেভিনি শান্তিপ্রিয় মাছ। কেউ না ঘাঁটালে ঘাঁটে না। সেভিনির সাথে অন্যান্য জিওফেগাস রাখা যেতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে জায়গা দখল নিয়ে যেন কারোর সাথে কারোর সমস্যা না হয়। এক এক সময় সেভিনি ভীষন আক্রমণাত্মক হয়ে ওঠে। বিশেষ করে ব্রিডিং এর সময়। গায়ের কাছে কাউকে ঘেঁষতে দেয়না। তখন সেভিনির আসল রঙ ফুটে বেরোয়। চোখ আর মুখের কাছে নীলাভ প্যাটার্ন এবং সারা শরীর জুড়ে ছোট বড় বডিস্পট অসামান্য দেখতে লাগে। একটা ৫ ফুট ট্যাঙ্কে অন্তত ৬টা সেভিনি রাখতে পারেন। একসাথে দলবদ্ধ ভাবে থাকলে এদের রঙের ছটায় আপনি মুগ্ধ হবেনই হবেন। দল তৈরি হলে দলের মধ্যে নেতা তৈরি হবে । আকৃতিতে বড় এবং প্রভাবশালী মাছেরা তুলনামূলক ছোট এবং শান্ত মাছের ওপর চড়াও হয়। সেভিনির সঙ্গী হিসেবে প্লেকো, এক ঝাঁক বড় টেট্রা কিম্বা কোরিডোরাস খুব ভালো। অনেকে সেভিনির সাথে সেভেরাম,ডিস্কাস,এঞ্জেলও রাখে। যদিও আমি হবিস্ট হিসেবে প্রজাতিভিত্তিক ট্যাঙ্কের পক্ষপাতী।
খাদ্যাভ্যাস প্রসঙ্গে বলতে গেলে এরা সর্বভূক। ভালবেসে যাই দেওয়া হবে সবই এরা কয়েক মিনিটে শেষ করে ফেলে। তবে একেবারে জুভেনাইল অবস্থায় গ্রোথের জন্য এদের ফ্রোজেন ব্লাড ওর্ম দেওয়া যেতে পারে। পরবর্তীতে হাই প্রোটিন বেসড ড্রাই ফুড কিম্বা স্টেপেল জাতীয় খাবার এদের জন্য খুবই ভালো। তবে মনে রাখতে হবে খাবার যেন জলে ডুবে যায়। ভাসমান খাবার এদের না পসন্দ।
এবার আসা যাক একটি বিতর্কিত বিষয়ে। আগেই বলেছি সেভিনি পারানা এবং আরাগুয়াইয়া নদীর মাছ। কিন্তু মজার বিষয় হল পারানা এবং আরাগুয়াইয়ার সেভিনি একটু আলাদা দেখতে।
সেভিনি রিও পারানার কিছু বৈশিষ্ট্য হল –
• পুরুষ্ঠ বডিলাইন ,কখনো কখনো অনিয়মিত বডি প্যাটার্ন ।
• চোখ নিচে আর গালের কাছে অতিরিক্ত উজ্জ্বল নীল রঙ (রয়্যাল ব্লু) ।
• যথেষ্ট বড় বডি স্পট এবং ডমিন্যান্ট রঙ।
সেভিনি আরাগুয়াইয়ার কিছু বৈশিষ্ট্য হল –
• সরু এবং নিয়মিত বডি লাইন
• নীলাভ প্যাটার্ন শুধুমাত্র গালের কাছে।( টারকোয়েজ ব্লু)
• বডি স্পট পারানার তুলনায় ছোট।

We are accepting the entries for IBAC

X