Hasemania nana ( Silver-tip Tetra )

fishkeeping simplified

Hasemania nana ( Silver-tip Tetra )

তখন আমি সাইকেল চালাই, CIT রোডের ধারে একটা পুরোনো মাছের দোকানে যাই, মুগ্ধ হয়ে মাছ দেখি, দোকানদার কাকু হার্ডি মাছ এলে বলে নিয়ে যেতে, আমিও নিই, কারন তখন “হার্ডি” শব্দটা মাছ আমার পোষার একটা প্রাথমিক শর্ত। সে মাছ দোকানি কাকুর অনুপ্রেরণায় হোক আর যাই হোক,যে মাছটিকে আমার প্রথম দর্শনে একেবারেই ভালো লাগেনি, সাদা ফ্যাকাশে হয়ে থাকা সেই মাছটাকেই শুধুমাত্র “হার্ডি” হবার কারণেই গোটা আষ্টেক কিনে সাইকেল চালিয়ে বাড়ি চলে এলাম। চলে তো এলাম, রাখি কোথায়? রাখার জায়গা হলো আমার আমাজন সোর্ডের জঙ্গলে ভরা একটা ট্যাঙ্কে। সে সব এক দিন ছিল, সাবস্ট্রেটে বালি দিয়ে বাল্বের আলোয় দূর্দান্ত আমাজন সোর্ড করতাম , পাওয়ার ফিল্টার চালাতাম। তাই বলে মাছ পোষায় মুন্সিয়ানা এসে গিয়েছিল তা কিন্তু একেবারেই নয়, বরং টেট্রা পোষার প্রথম দিকে বেশ হোঁচট খেতাম, মাঝে মাঝে মাছ মরতো, সন্দেহাতীতভাবে নিয়ন আর কার্ডিনাল মারার আনাড়িপনা ঈর্ষনীয় ছিল, যাইহোক পরবর্তীকালে কিভাবে সেইসব বাধা কাটিয়ে উঠে ফ্যাকাশে মাছটাকে সফলভাবে পুষতে পারলাম তাই নিয়ে আজকের গল্প, আর গল্পের নায়ক “সিলভার টিপ টেট্রা (Hasemania nana)
ব্রাজিলের আমাজন-ওরিনোকো অববাহিকার ছোট ছোট নদীতে বসবাস করা এই মাছটা কিন্তু ঝাঁকে থাকতে ভালোবাসে। ভালোবাসে খোলা জায়গায় সাঁতার কেটে বেড়াতে। আপনার ট্যাঙ্কের জল যদি একটু “Soft” হয়, পরিবেশ যদি একটু আলো-আঁধারি থাকে, আর ট্যাঙ্কের মাঝ বরাবর যদি বেশ কিছুটা খোলা জায়গা দেওয়া যায়, তবে উজ্জ্বল তামাটে রঙের এই মাছটা যখন ঝাঁকে বেঁধে ঘুরে বেড়াবে তখন কিন্তু আপনি মুগ্ধ হতে বাধ্য।
যে মাছ আমি কলের জলে রেখেছি, আবার ডিসকাসের সাথেও রেখেছি; GHM ও খেয়েছে, কেঁচো, টেট্রা বিটস সবকিছুই খেয়েছে; শীতকালে হিটার ছাড়াই ভালোভাবে বেঁচে থেকেছে তাদের আর যাই হোক “হার্ডি” না বলে পারা যায় না।
তবে মাছ বেঁচে থাকা এক কথা , বিহেভিয়ার লক্ষ করা আরেক। বিহেভিয়ার লক্ষ্য যদি করতে হয় তবে আমি বলবো এদের ঝাঁকে রাখুন, অন্ততঃ আটটার। কাঠ-ডালপালা, পাতা ইত্যাদি ব্যবহার করে একটু হাইডিং স্পট তৈরি করে দিন, তারপর মজা দেখুন। দেখবেন মাছ যত বড় হচ্ছে তত রং খুলছে। প্রাপ্তবয়স্ক পুরুষ মাছের শরীর তামাটে হয়, পাখনার শেষ প্রান্তে রুপালি “টিপ” ফুটে ওঠে, মহিলারা কিন্তু সে তুলনায় কিছুটা ফ্যাকাশে, গোলগাল, পেটটা বড়। তবে এদের রূপের বর্ণনাই শেষ কথা নয়, আসল মজা এদের দুষ্টুমিতে। এরা কিন্তু অন্য মাছের লেজঝোলাঝুলিতে বিশ্বাসী, অর্থাৎ ফিন নিপার। পাখনা টানাটানির বদভ্যাস আছে। তবে এটা কিন্তু আমার একান্ত ব্যাক্তিগত অভিজ্ঞতা, আপনাদেরও কি তাই?
ওহো, একটা তো বলতেই ভুলে গেছি, আচ্ছা এটা বলেই শেষ করি, ছোট হলে কি হবে এরা কিন্তু বেশ শিকারীও বটে। ধরুন আপনি এদের নিয়মিত কেঁচো খাওয়ান, কিছু কেঁচো সাবস্ট্রেটে আটকে থাকে, এরা যে সেগুলো লক্ষ করে না তা কিন্তু একদম নয়, ঠিক খেয়াল রাখে। সাবস্ট্রেট থেকে কেঁচো মাথা তুললেই আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। তারপর হঠাৎ করে ছোঁ মেরে আক্রমণ। ছোট্ট একটা শিকারীর দ্বারা অসাধারণ একটা শিকারের মূহুর্ত। কি দেখতে চান এরকম মূহুর্ত, তাহলে আর দেরি কেন, করে ফেলুন একঝাঁক সিলভার টিপ টেট্রা। ধন্যবাদ।

We are accepting the entries for IBAC

X