Hyphessobrycon anisitsi ( Buenos Aires tetra )

fishkeeping simplified

Hyphessobrycon anisitsi ( Buenos Aires tetra )

যখন বৃহস্পতিবারের এই কোন নির্দিষ্ট মাছ বিষয়ক লেখার সেগমেন্টএ অংশ নেব ভাবলাম তখন প্রথমেই অামার যে মাছটার কথা মনে এল সেটা হল বুয়েনস অাইরেস টেট্রা৷ তার একটা প্রধান কারণ হল অামি খুব সম্প্রতি এই মাছের সাথে ঘর করেছি এবং যাকে বলে এর সাথে বেশ একটা মাখো মাখো সম্পর্ক হয়েছে অামার৷ যদিও একদম মেসির দেশের রাজধানীর নাম কপি পেস্ট করে এর নামকরণের কারণ অামি ঠিক বুঝিনি,তবে এটুকু বুঝেছি যে সৌন্দর্য্যে অার চাঞ্চল্যে এ মাছের জুড়ি মেলা ভার৷ এই টেট্রার প্রধাণ প্রাপ্তিস্থল এর নামের মধ্যেই লুকিয়ে অাছে,দক্ষিণ অামেরিকার অার্জেন্টিনা,ব্রাজিল,প্যারাগুয়ের লা প্লাটা অঞ্চল৷ এরা মিষ্টি জলের মাছ, লবণাক্ত জল এদের না পসন্দ! ওই ৬-৮ এর মধ্যে পিএইচ অার ৭০-৮০॰ ফারেনহাইট,এটুকুই এদের দাবী৷ অার যত্ন বলতে ৪০% সাপ্তাহিক জল পরিবর্তন,অার জলটা যাতে কোনভাবে নোংরা না হয় সেটা একটু লক্ষ্য রাখা৷ এরা পরিষ্কার জলে থাকতে খুব ভালবাসে৷ অামি যদিও এদের কালো জলের মধ্যে রেখেছিলাম এবং এরা সুখেই ছিল৷ এরা দলবদ্ধভাবে থাকতে ভালবাসে৷ তাই ওই কমপক্ষে ৮০-১০০ লিটার জলের ট্যাঙ্কে এক ঝাঁক বুয়েনস রাখলে ওরা অানন্দে অাত্মহারা হয়ে অাপনাকে ওদের অাসল রং দেখাবে৷ গায়ের চকচকে ছাই রঙের সাথে উজ্জ্বল কমলা রঙের লেজ,পাখনা অার লেজের গোড়ায় কালো চৌকো ছাপ! এরা ঝাঁকে ঘুরলে চোখ ধাঁধিয়ে দেবে পুরো৷ এরা অন্য টেট্রাদের তুলনায় লম্বাই হয়,প্রায় ৩ ইঞ্চির কাছাকাছি বাড়তে পারে এবং এদের জীবনকাল মোটামুটি বছর পাঁচেক৷
এবার অাসি এদের বদমাইশির দিকে,যে জন্য কিছুটা হলেও হবিস্টরা একে রাখার অাগে দুবার ভাবেন৷ এরা বেশ প্রতিভাবান পাখনাখোর! অন্য বড় পাখনাওয়ালা মাছের,যেমন এন্জেল,গোল্ডফিসদের সেলুনে যাওয়ার কাজ এরা মিটিয়ে দেয় সানন্দে৷ তাই এদের স্পিসিস অনলি ট্যাঙ্কে রাখাই ভাল৷ ৬টার বেশী রাখলেও এদের অাক্রমণাত্মক মনোভাব কিছুটা কমে৷ অার একটা বদ অভ্যেস হল এরা প্লান্টেড ট্যাঙ্কে গাছের পাতা ছিঁড়তে বড়ো ভালবাসে! অাপনার সাজানো বাগান এরা পরিকল্পিতভাবে ঘেঁটে দিতে পারে৷ তবে সেই দৃষ্টিকটুতা এরা নিজেদের দৃষ্টিনন্দনতা দিয়ে কয়েকগুণ পুষিয়ে দেবে৷ এরা সর্বভুক৷ জীবন্ত থেকে দানা,গাছ থেকে পাতা,যাইই দাও চাঁদমুখ করে খেয়ে নেবে৷ এবার নজর দেওয়া যাক এদের ব্রিডিং বিহেভিয়ারের দিকে৷ মহিলাদের গায়ের রঙ তুলনায় অনুজ্জ্বল হয় অার চেহারা হয় একটু গোলাকৃতির৷ এরা গাছের পাতায়,ডালে ডিম ছড়িয়ে দেয়,যাকে বলে এগ স্ক্যাটারার৷ ডিম মোটামুটি দুদিনের মধ্যে ফুটে যায়৷ যদিও অামি নিজে এদের ব্রিড করাইনি বলে প্রত্যক্ষ অভিজ্ঞতা অামার নেই৷ তাহলে অার কি,একবার এদের ঘরে নিয়ে অাসুন অার দেখুন কিভাবে অাপনার ট্যাঙ্ক ছটফটে হয়ে ওঠে!! অাপনাদের অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম৷

We are accepting the entries for IBAC

X