Apteronotus albifrons( Black Ghost Knife/ Feather Fish)

fishkeeping simplified

Apteronotus albifrons( Black Ghost Knife/ Feather Fish)

ফেদার ফিস/ব্ল্যাক নাইফ ফিস৷অামেরিকা, ভুত,ইলেকট্রিক!! কি মনে হচ্ছে? মাছের গ্রুপে এসব কি পাগলের প্রলাপ?! না,না দাদা! অাছে,অাছে,এসব পাগলের প্রলাপের সংমিশ্রন একটি মাছের মধ্যেই অাছে৷ তিনি হলেন ফেদার ফিস বা নাইফ ফিস যার পোষাকি নাম Apteronotus albifrons. একোয়ারিয়ামের এই বেশ জনপ্রিয় বাসিন্দাটির প্রাকৃতিক বাসস্থান হল দক্ষিণ অামেরিকার দীর্ঘ অঞ্চলের, প্রায় ভেনেজুয়েলা থেকে প্যারাগুয়ে যার মধ্যে কিছুটা অামাজনের অববাহিকাও পড়ে, ফ্রেশ জল৷ একটু স্রোতযুক্ত জল অার সাথে বালির সাবস্ট্রেট,পাথরের খাঁজখোঁজ..ব্যাস এদের অার বেশী কিছু চাহিদা নেই৷ স্বভাবেও এরা বেশ ভীতু প্রকৃতির৷ অার নিশাচর বলে এদের দিনের অালোয় বেশীরভাগ সময় অাত্মগোপন করে থাকতেই দেখা যায়৷এবার অাসা যাক পাগলের প্রলাপের দ্বিতীয় ভাগে,অর্থাৎ ভুত!! হ্যাঁ,এদের ভৌতিক হওয়ার সব গুণাবলীই অাছে৷ এদের গায়ের রঙ পুরোটাই কালো কেবলমাত্র দু চোখের মাঝে একটা সাদা দাগ অার লেজে ছোট্ট সাদা গোলাকৃতি দাগ ছাড়া৷ অাকারেও এরা রোগা অার লম্বাটে৷ এনাল ফিন লম্বাটে হয়ে ঝালরের মতো এদের শরীরের নীচের অংশে থাকে৷ এদের গায়ে অাঁশ থাকে না৷ এরা সাইজে প্রায় দেড় ফুট মতো হতে পারে৷ এই রোগাটে লম্বাটে গড়ণের জন্য অার কালো রঙের জন্য যে কোন সময় কোন পাথরের অাড়ালে,খাঁজে লুকিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার প্রায় ভৌতিক ক্ষমতা এদের রয়েছে৷ অার সাথে রয়েছে দিনে না বেরিয়ে অন্ধকারে শিকার ধরার প্রবণতা৷ সবমিলিয়েই বোধহয় দক্ষিণ অামেরিকার অাদিবাসীরা মনে করেন যে মৃত মানুষের অাত্মারা এদের দেহে বসবাস করেন ভুত হয়ে!এবার নজর দেবো তৃতীয়,হয়তো বা সবচেয়ে ইন্টারেস্টিং অংশে,ইলেকট্রিক! ফেদার ফিসের ইলেকট্রোসেনসর সিস্টেম থাকার ফলে দুর্বল হলেও এরা ইলেকট্রিক সিগনাল দিতে এবং অনুভব করতে পারে৷ এদের দৃষ্টিশক্তি খুব একটা সবল না হওয়ার কারণে এরা এই ইলেকট্রিক অরগ্যান ডিসচার্জ (EOD) এর সাহায্যে রাত্রে মশার লার্ভা ইত্যাদি শিকারের সাথে সাথে অন্যান্য বস্তুর উপস্থিতিও বুঝতে সক্ষম হয়৷ এই ডিসচার্জের ফ্রিকোয়েন্সি মেলদের তুলনায় ফিমেলদের বেশী হয় এবং এর মাধ্যমেই তারা তাদের এলাকা নির্দিষ্ট করে বিশেষ করে মিলনের সময়ে৷সবশেষে একটু নজর দেওয়া যাক এদের একুয়ারিয়ামে রাখার উপায় নিয়ে৷ এদের রাখতে হলে বেসিক ফ্রেস ওয়াটারের সাথে সাবস্ট্রেট হিসাবে ফাইন বালি অার অনেক পাথর দিতে হবে৷ জলের পিএইচ ওই ৬-৮ অার টেম্পারেচার ৭০-৮০॰ ফারেনহাইট৷ ফ্লো রাখলে ভালো হয়৷ তবে এদের গায়ে অাঁশ না থাকার কারণে এরা কিন্তু বেশ সংবেদনশীল অার রোগপ্রবণ হয়,তাই স্টেবল ট্যাঙ্ক হওয়া বাঞ্ছনীয়৷ অালো লাগবে কম,ফলে প্লান্টেডে এদের রাখলে এমন গাছ লাগানো দরকার যার অালোর চাহিদা বেশ কম৷ অামার মতে এরা এদের স্বভাবের কারণে কিছুটা ব্যতিক্রমী মাছ বলে এদের জন্য স্পিসিজ অনলি ট্যাঙ্ক করাই ভালো৷ অার নাহলে কমিউনিটি ট্যাঙ্কে তুলনায় শান্ত মাছ যেমন সেভেরাম, জিওফেগাস, উয়ারু, ক্যাটফিসদের মধ্যে ফেদারফিন ক্যাটফিস, পিকটাস ক্যাটফিস, প্লেকো এদের সাথে রাখা ভালো৷ এদের জন্য কমপক্ষে ১২০-১৫০ গ্যালনের ট্যাঙ্ক দরকার,তা নাহলে স্পিসিজ অনলি তে এরা নিজেদের মধ্যে অাগ্রাসী হয়ে উঠতে পারে৷ এরা শিকারী বলে খাদ্য হিসাবে লার্ভা,কেঁচো দেওয়া যায় অার নাহলে প্রোটিনযুক্ত সিঙ্কিং প্যালেট৷ অল্প অালো, ফ্লো যুক্ত জল,বালি, অন্ধকার খাঁজ অার ফেদার ফিশ..ব্যস..অাপনার গা ছমছমে ট্যাঙ্ক রেডি!

We are accepting the entries for IBAC

X